বাংলা হান্ট ডেস্ক : মণিপুরের হিংসার (Manipur Violence) ঘটনায় এখন মোদি সরকারের বিরুদ্ধে একজোট হয়ে সরব বিরোধীরা। গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে। বিজেপি (Bharatiya Janata Party) এই পরিস্থিতির মোকাবিলা করতে পালটা রাজস্থান (Rajasthan), বাংলা (Bangla) ছত্তিশগড়ের (Chhattisgarh) ঘটনাকে সামনে আনার করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মন্ত্রীদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সূত্রের খবর, মণিপুরের ঘটনা নিয়ে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যেও এই ধরনের ঘটনার অপপ্রচার চালানো হতে পারে। মিথ্যা ভিডিয়ো ছড়িয়ে বাংলার পরিস্থিতি অগ্নিগর্ভ করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে বাংলার তৃণমূল কংগ্রেস সরকার মণিপুর ইস্যু নিয়ে নয়াদিল্লিতে সরব হতেই পালটা মালদা নিয়ে বিষয়টিকে হালকা করতে চাইছেন বিজেপি নেতারা। সূত্রের খবর, সোমবার মন্ত্রিসভা বৈঠকে এই নিয়ে রাজ্যের মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আগামী শনিবার মহরম। সেই দিনে বিজেপি কিছু একটা গণ্ডগোল পাকাতে পারে। এমন আশঙ্কা থেকেই সতর্ক থাকতে বলেন সকলকে। মন্ত্রিসভায় মন্ত্রীদের এবং জেলার নেতাদেরও সতর্ক থাকতে বলেন মমতা। বাংলায় শান্তির বাতাবরণ নষ্ট করার চেষ্টা করতে পারে বিজেপি বলে সন্দেহ মমতার।
অন্যদিকে বাংলার পরিস্থিতি খুব একটা সুখকর নয় সেটা বোঝানোর চেষ্টা শুরু করে দিয়েছেন সুকান্ত মজুমদাররা। নয়াদিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত নির্বাচনে অশান্তির অভিযোগে সরব হন সুকান্ত। তখনই হাওড়ার পাঁচলায় এক বিজেপি প্রার্থীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ তোলেন তিনি।
মালদাতেও দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের একটি অভিযোগ উঠেছে। তা নিয়েও সরব বিজেপি। যদিও রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা স্পষ্ট জানান, এই ঘটনার সঙ্গে রাজনীতির রঙ লাগানো উচিত নয়। কারণ চুরির অভিযোগে কিছু মহিলা আইন নিজেদের হাতে তুলে নেন। তাই মহরমের আগে প্রত্যেককে সতর্ক করলেন মমতা।