লন্ডন থেকে বাংলা খুব একটা দূরে নয়! পুনরায় বিমান পরিষেবা চালু করার দাবি জানালেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার রাজপাট থেকে দূরে আগামী কয়েকদিন লন্ডন সফর নিয়ে ব্যস্ত রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সকালে মর্নিং ওয়াক করার পর লন্ডনের ভারতীয় হাই কমিশন আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানে এদিন একাধিক বিষয়ে সরব হয়েছিলেন মমতা। দাবি জানিয়েছেন লন্ডন থেকে কলকাতা বিমান পরিষেবা চালু করার।

কলকাতা থেকে লন্ডন আবার বিমান পরিষেবা চালুর দাবি জানালেন মমতা (Mamata Banerjee)

মুখ্যমন্ত্রীর কথায় লন্ডনের সাথে কলকাতার এক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ব্যবসা-বাণিজ্য থেকে সংস্কৃতি বহু ক্ষেত্রেই দুই শহরের মধ্যে রয়েছে একাধিক যোগসূত্র। আগামীদিন সেই যোগসূত্রকেই আরও মজবুত করতে এবং বাণিজ্যের প্রসার ঘটাতে এবার সরাসরি লন্ডন থেকে কলকাতা বিমান পরিষেবার পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

লন্ডনে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন বলেছেন, ‘লন্ডন থেকে বাংলা খুব একটা দূরে নয়। কিন্তু, আমাদের সঙ্গে সরাসরি বিমান নেই। তাই আমাদের অনেক ঘুর পথে আসতে হয়। মাত্র আট ঘন্টার পর অথচ আমাদের আঠারো ঘণ্টা সময় লেগেছে এখানে পৌঁছাতে।’ তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি ব্রিটেন প্রতিনিধিদের অনুরোধ করেছেন।

আরও পড়ুন: অক্সফোর্ডে ঐতিহাসিক ভাষণ মমতার! উপস্থিত থাকবেন সৌরভ! আর কে কে যাচ্ছেন?

মুখ্যমন্ত্রীর দাবি আগে কলকাতা থেকে সরাসরি লন্ডন উড়ান চালু ছিল। সেই পরিষেবা বর্তমানে বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। সেইসাথে মুখ্যমন্ত্রী এদিন জানালেন এই উড়ান পুনরায় চালু হলে শুধু যাত্রীদেরই নয়, বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে যাবে। প্রসঙ্গত আগামী দিনে লন্ডন থেকে কলকাতায় বিমান পরিষেবা পুনরায় চালু করার পাশাপাশি বাংলার শিল্প ও বিনিয়োগ নিয়েও আশার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee

প্রসঙ্গত ২০০৯ সালের মার্চ মাসে  কলকাতা-লন্ডন সরাসরি উড়ান তুলে নেয় ব্রিটিশ এয়ারওয়েজ। সেইথেকে লন্ডনের পাশাপাশি কার্যত ইউরোপেরই সরাসরি উড়ান উঠে যায় কলকাতা থেকে। তাই এখন যাঁরা কলকাতা থেকে ইউরোপ যেতে চান, তাঁদের দুবাই, আবুধাবি বা দোহা ঘুরে যেতে হয়। তবে মাঝে কেন্দ্রের কাছে কলকাতা-লন্ডন সরাসরি উড়ান চালু করার জন্য একাধিকবার আবেদন করেছেন মমতা। কিন্তু কেন্দ্র আশ্বাস দিলেও তা চালু হয়নি। প্রতিবারই বলা হয়েছে বাণিজ্যিকভাবে সেই উড়ান সফল হবে না।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর