তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে! লন্ডনে পৌঁছলেন মমতা, কোথায় থাকবেন ৭ দিন?

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল রাতেই কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর দুবাই হয়ে পৌঁছে গেলেন লন্ডন। ভারতীয় সময় অনুযায়ী রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ লন্ডনে পৌঁছেছেন মমতা। আপাতত সপ্তাহ খানেকের জন্য বাংলার রাজপাট ছেড়ে লন্ডনের হাইড পার্কের কাছে থাকছেন মুখ্যমন্ত্রী। এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর।

লন্ডনে পৌঁছালেন মমতা (Mamata Banerjee)

প্রথমে ঠিক করা হয়েছিল,২২মার্চ অর্থাৎ শনিবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কিন্তু আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাটের পিছিয়ে যায় মুখ্যমন্ত্রীর লন্ডন সফর। জানা যায়, শুক্রবার হিথরো বিমানবন্দরের পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল। তাই পিছিয়ে যায় মুখ্যমন্ত্রীর বিমানের সময়ও। এরপর অবশেষে শনিবার রাত ৮টা নাগাদ কলকাতা থেকে দুবাই পাড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

ভারতীয় সময় অনুযায়ী রবিবার ভোর ৪টে ৪৮ মিনিট নাগাদ দুবাই থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে মুখ্যমন্ত্রীর বিমান। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ লন্ডনে পৌঁছায় তাঁর বিমান। জানা যাচ্ছে লন্ডনে এখন কনকনে ঠান্ডা। সেইসাথে মেঘলা আকাশের সাথে মাঝেমধ্যেই বৃষ্টি পড়ছে। বর্তমানে লন্ডনের তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ‘গোটা দল ওঁর…’! দিলীপ ঘোষ প্রসঙ্গে যা বললেন শুভেন্দু, তোলপাড় রাজ্য-রাজনীতি

জানা যাচ্ছে,মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, কুণাল ঘোষ,মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর সিকিওরিটি পীযূষ পাণ্ডে। এছাড়াও সঙ্গে রয়েছেন WBTC-এর বেশ কয়েকজন আধিকারিকও। এছাড়াও তাঁর সঙ্গে লন্ডন পৌঁছেছেন  শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মহঙ্কা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গার। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও।

West Bengal CM Mamata Banerjee London trip latest update after Heathrow airport incident

উল্লেখ্য, ২৫, ২৬ এবং ২৭ মার্চ – পরপর তিনদিন লন্ডনে একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে মমতার। বাণিজ্য বৈঠক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেওয়া ছাড়াও ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও একটি বৈঠক রয়েছে তাঁর। জানা যাচ্ছে,সব সামলে আগামী ২৮ তারিখ লন্ডন থেকে কলকাতার ফিরবেন মুখ্যমন্ত্রী।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর