জ্যোতিপ্রিয়কে নিয়ে বড় সিদ্ধান্ত! নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা

বাংলা হান্ট ডেস্ক: শেষ বৈঠক হয়েছিল গত ১২ অক্টোবর। এবার দীপাবলির (Diwali) আগে ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে, আগামী ৮ নভেম্বর নবান্নে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভার (Cabinet Meeting) পরবর্তী বৈঠক।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। আর তারপর এটাই প্রথম মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। যা রাজনৈতিকভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বৈঠকেই বোঝা যাবে বনমন্ত্রীর পদে জ্যোতিপ্রিয়কে সরিয়ে অন্য কাউকে বসান কিনা মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

এদিকে আগামী ৯ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মিলনী আছে। তাই ভেবেচিন্তেই ৮ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের দিন ধার্য করা হয়েছে। ওই দিন একাধিক বিষয়ে আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা দপ্তরের ভবিষ্যতও নির্ধারণ হতে চলেছে। বর্তমানে বনদপ্তরের যাবতীয় কাজকর্ম দেখছেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। তাঁকেই কি পূর্ণ দায়িত্ব দেওয়া হবে, না কি অন্য কাউকে সেই চেয়ারে বসানো হবে তা নিয়ে জল্পনা চলছে।

মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,TMC,Jyotipriya Mallick,Nabanna,Cabinet Meeting,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor,মন্ত্রিসভার বৈঠক

৮ নভেম্বর তাই মন্ত্রিসভার বৈঠকের দিকে নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের। পাশাপাশি তারপরের দিন ৯ নভেম্বর আলিপুর মিউজিয়ামে রাজ্যের শিল্পপতিদের সঙ্গে বিজয়া সম্মিলনী করবেন মুখ্যমন্ত্রী। এরপর ১২ নভেম্বর কালীপুজো (Kali Puja)। মুখ্যমন্ত্রীর নিজের বাড়িতেও কালীপুজোর আয়োজন করা হয়। উৎসব মিটলেই বিশ্ব বাণিজ্য সম্মেলন হবে রাজ্যে।