বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) প্রদান সহ বেশ কিছু দাবিদাওয়া রয়েছে তাঁদের। তবে সরকার সেসব মানতে নারাজ! ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। রাজ্যের তরফ থেকে কবে ডিএ (DA) বাড়ানো হবে, আপাতত সেই আশায় দিন গুনছেন অনেকে। এই আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা বাবদ কত টাকা পান তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ডিএ (Dearness Allowance) বাবদ কত টাকা পান মমতা বন্দ্যোপাধ্যায়?
কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বেতন এবং ভাতা বাবদ কত টাকা পাবেন সেটা স্থির করে থাকে সেই রাজ্যের বিধানসভা। মুখ্যমন্ত্রীরা মাসিক বেতনের পাশাপাশি যাতায়াতের জন্য ভাতা, সাম্পচুয়ারি অ্যালাওয়েন্স সহ বেশ কিছু ভাতা পান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই সকল ভাতা পাওয়ার দাবিদার।
২০১৯ সালে শেষবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বেতন বাড়ানো হয়েছিল। এরপর অনুরোধ করা হলেও আর তা বাড়াননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী বর্তমানে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মূল বেতন হল ২৭,০০১ টাকা। সেই সঙ্গেই ডিএ (Dearness Allowance) বাবদ ৯০,০০০ টাকা পান তিনি। সব মিলিয়ে, মুখ্যমন্ত্রীর মাসিক বেতন হচ্ছে ১,১৭,০০১ টাকা।
আরও পড়ুনঃ ‘এই সরকারের আমলে গরিব আরও গরিব হয়েছে’! বোমা ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবি, তিনি বেতন কিংবা ভাতা বাবদ রাজ্যের কোষাগার থেকে কোনও টাকা নেন না। গত বছর সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের মন্ত্রী, বিধায়কদের ভাতা বাড়ানো হয়েছিল। কিন্তু তখনও মুখ্যমন্ত্রীর বেতনে কোনও হেরফের হয়নি। মমতা জানিয়েছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনও বেতন নেন না। নিজের বইয়ের স্বত্ব বাবদ রয়্যালটির যে টাকা পান, সেটাতেই তাঁর চলে যায়।
এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের কথা যদি বলা হয়, তাঁরা বর্তমানে ষষ্ট বেতন কমিশনের অধীন ১৪% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। সাম্প্রতিক অতীতে একাধিকবার তাঁদের মহার্ঘ ভাতা বৃদ্ধির জল্পনা কানে এলেও কোনও বারই এই নিয়ে কোনও ঘোষণা করেনি সরকার। এখন শোনা যাচ্ছে, আসন্ন রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। এবার দেখা যাক, শেষ অবধি সেই জল্পনা সত্যি হয় কিনা।