অক্সফোর্ড থেকে আমন্ত্রণ! একুশেই লন্ডন যাচ্ছেন মমতা! কী কী কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর?

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ২১ মার্চ লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University) থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। এছাড়াও সেখানে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। তাঁর সঙ্গে এই সফরে থাকবেন রাজ্যের একাধিক শিল্পপতি। সেখানে সবকিছু সেরে ফের ২৮ মার্চ কলকাতায় ফিরবেন মমতা।

লন্ডনে কী কী কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)?

২০১৫ সালে একবার লন্ডন সফরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। অমিত বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা।

জানা যাচ্ছে, মমতার (Mamata Banerjee) এবারের লন্ডন সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই শিল্প সম্মেলনেও যোগ দিতে দেখা যাবে তাঁকে। লন্ডনে বাণিজ্য বৈঠকে যোগ দেবেন মমতা। শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন। রাজ্যে শিল্প বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে খবর।

আরও পড়ুনঃ TRP তালিকায় অঘটন! স্লটহারা ফুলকি, প্রথম পাঁচ থেকে ছিটকে গেল কথা! বেঙ্গল টপার হল কে?

লন্ডনে (London) এই বাণিজ্য বৈঠকের আয়োজন করছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহ লন্ডনের শিল্প মহল UKIBC। আগামী ২১ মার্চ লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ মার্চ রয়েছে এই বাণিজ্য বৈঠক। এর একদিন পরেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে দেখা যাবে তাঁকে। আগামী ২৭ মার্চ সেখানে বক্তৃতা দেবেন মমতা।

West Bengal CM Mamata Banerjee reveals why she respects all religion

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল। দু’দিন ব্যাপী চলা এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বিশ্বের ৪০টি দেশের প্রায় ২০০ প্রতিনিধি। মুকেশ অম্বানি, সজ্জন জিন্দল সহ একাধিক খ্যাতনামা শিল্পপতিকেও দেখা গিয়েছিল এই অনুষ্ঠানে। সম্মেলনের প্রথম দিনই রাজ্যের শিল্প সম্ভাবনার প্রশংসা করে কয়েক কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন তাঁরা। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, এই বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। সেই সঙ্গেও আরও বহু বড় প্রকল্পের প্রস্তাব আসছে বলে জানিয়েছিলেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর