বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন সফর (London Trip)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) ভাষণ দেওয়া সহ সেখানে বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এবার সেই সফর নিয়েই সামনে আসছে বড় আপডেট। সূত্র মারফৎ জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বাতিল করা হয়েছে।
পিছোতে পারে মমতার (Mamata Banerjee) লন্ডন সফর?
শনিবার সকালেই দুবাই হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু তার আগেই বিদ্যুৎ বিভ্রাটের জেরে লন্ডনের হিথরো বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শুক্রবার কাকভোরে সেখানে বিদ্যুতের সাবস্টেশনে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। সেই কারণেই আজ রাত ১১:৫৯ মিনিট অবধি বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে বলে খবর।
এদিকে এই হিথরো বিমানবন্দরেই (Heathrow Airport) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান অবতরণ করার কথা। তবে অগ্নিকাণ্ডের জেরে হিথরোয় সকল উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শনিবার, ২২ মার্চ মুখ্যমন্ত্রীর লন্ডন যাওয়ার উড়ানও বাতিল করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘রাজনীতিতে অনেক রকম…’! কয়েক কোটির সম্পত্তি লুকিয়েছেন অগ্নিমিত্রা? মুখ খুললেন দিলীপ ঘোষ
বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরগুলির মধ্যে একটি হল হিথরো বিমানবন্দর। সেখানেই অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত হয়েছে উড়ান পরিষেবা। জানা যাচ্ছে, এদিন আগুন লাগার ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লেগে পড়ে। এই অগ্নিকাণ্ডের জন্যই হিথরোয় সকল বিমান ওঠানামা বন্ধ করেছে এয়ার ইন্ডিয়া। একাধিক বিমান ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই অগ্নিকাণ্ডের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন সফর খানিকটা পিছিয়ে যাচ্ছে। প্রশাসনিক সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, তড়িঘড়ি সফরসূচিতে বদল আনা হচ্ছে। তবে এবার মুখ্যমন্ত্রী কবে লন্ডন যাবেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পরবর্তীতে এই বিষয়ে জানানো হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।