বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে (Bangladesh) টালমাটাল পরিস্থিতি। শেখ হাসিনা সরকারের পতনের পর সেদেশে নিষিদ্ধ হয়েছে ‘জয় বাংলা’ (Joy Bangla) স্লোগান। এর আঁচ ওপার বাংলার গণ্ডি পেরিয়ে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। এবার এই বিষয়ে জানতে পেরে বিধানসভায় সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, এই স্লোগান কাজি নজরুল ইসলামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে।
‘জয় বাংলা’ স্লোগান নিয়ে কী বললেন মমতা (Mamata Banerjee)?
হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এরপরেই সেদেশে ‘জয় বাংলা’ স্লোগান নিষিদ্ধ করা হয়। এবার এর রেশ গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছে। সূত্রের খবর, ইউনুস সরকারের ‘শাগরেদ’দের ভয়ে লন্ডনের বাঙালি ঠিকানা থেকে ‘জয় বাংলা’ স্লোগান মুছে ফেলা হচ্ছে। সেখানে তাঁদের দোকান, বাড়ি, রেস্তোরাঁ থেকে এই স্লোগান মুছে ফেলা হচ্ছে।
এদিন বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলোচনার সময় এই বিষয়ে জানতে পারেন মুখ্যমন্ত্রী। ‘জয় বাংলা’ স্লোগান থাকলেই ধরে নেওয়া হচ্ছে ওই ব্যক্তি আওয়ামি লিগের সমর্থক। লন্ডনে বাঙালি ঠিকানা থেকে আস্তে আস্তে মুছে দেওয়া হচ্ছে এই স্লোগান। এই আবহে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, এখানে ‘জয় বাংলা’ স্লোগান আছে ও থাকবে।
আরও পড়ুনঃ হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স? DA বৃদ্ধির পর আরও বড় সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা
মমতার (Mamata Banerjee) কথায়, ‘আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে ও থাকবে। কারণ এই স্লোগান কাজি নজরুল ইসলামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলা এবং বাঙালির গর্ব প্রকাশ করার জন্য ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। বাংলাদেশে যাই হোক, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে ও থাকবে’।
উল্লেখ্য, বাংলাদেশের টালমাটাল পরিস্থিতির আঁচ এপার বাংলাতেও এসে পড়েছে। পশ্চিমবঙ্গের একাধিক রাজনীতিক এই বিষয়ে মুখ খুলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) এর আগে এই নিয়ে সরব হয়েছিলেন। এবার ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। বাংলাদেশে যাই হোক না কেন, এপার বাংলায় এই স্লোগান আছে ও থাকবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।