বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইন (WAQF Act) নিয়ে দেশের নানান প্রান্তে বিতর্ক হচ্ছে। দীর্ঘ টানাপড়েন শেষে গত সপ্তাহেই সংসদে পাশ হয়েছে এই বিল (WAQF Bill)। ইতিমধ্যেই রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে তা আইনে পরিণত হয়েছে। আজ থেকেই ওয়াকফ আইন বলবৎ হচ্ছে। এবার এই নিয়ে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুসলিম আশ্বস্ত করে বড় বার্তাও দিয়েছেন তিনি।
ওয়াকফ আইন নিয়ে সুর চড়ালেন মমতা (Mamata Banerjee)!
গত সপ্তাহ থেকেই সংবাদের শিরোনামে রয়েছে ওয়াকফ আইন। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগে এই আইনের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছে। প্রতিবাদে শামিল হয়েছেন এদেশের নানান প্রান্তের মুসলিম সম্প্রদায়ের মানুষ।
এই আবহে বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিন মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান থেকে এই নিয়ে বার্তা দেন মমতা। বুধবার নেতাজি ইনডোরের অনুষ্ঠান থেকে তিনি বলেন, ‘আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারোর নেই। অন্যের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার আমারও নেই’।
আরও পড়ুনঃ ‘চাকরিহারারা যদি টাকা ফেরত চায়! তাই নতুন নাটক শুরু করেছেন’! মমতাকে নিয়ে বিস্ফোরক বিকাশরঞ্জন
এখানেই না থেমে মুসলিম সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁদের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বলেন, ‘দিদি যতদিন আছে, আপনাদের সম্পত্তি সুরক্ষিত’।
উল্লেখ্য, ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে দেশের নানান প্রান্তে প্রতিবাদ, বিদ্রোহ হচ্ছে। এর আঁচ এসে পড়েছে বাংলাতেও। মঙ্গলবার সন্ধ্যায় যেমন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। পুলিশের সঙ্গে বিক্ষোভে জড়ান প্রতিবাদকারীরা। নিমেষের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
বর্তমানে সেখানে ১৬৩ ধারা জারি করা হয়েছে। সাময়িকভাবে ইন্টারনেট সার্ভিসও বন্ধ রাখা হয়েছে। এই আবহে আজ নেতাজি ইনডোর থেকে ওয়াকফ আইন নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুসলিম সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে দিলেন বড় বার্তা।