বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ‘একলা চলো’ নীতি অনুসরণ করলেও দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটের মুখে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় একথা জানিয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। এবার অসমে দাঁড়িয়ে ইন্ডিয়া (INDIA) জোটের নেতৃত্ব দেওয়ার কথা বললেন তিনি।
গতকাল টিভি ৯ বাংলাকে সাক্ষাৎকার দেওয়ার সময় মমতা বলেছিলেন, আসন্ন লোকসভা ভোটে বিজেপি ২০০ আসনও টপকাতে পারবে না। কেন্দ্রের এবার ইন্ডিয়া জোটের সরকার হবে বলে দাবি করেছিলেন তিনি। আজ অসমে (Assam) দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বললেন, ‘গোটা দেশে আমরাই ইন্ডিয়াকে নেতৃত্ব দেব’।
চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বাংলার বাইরে প্রথম অসমে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেখানে চারটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল। বাঙালি এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেই মূলত লড়ছে জোড়াফুল শিবির। আজ অসমের শিলচরের সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘বাঙালি হিন্দু বলুন কিংবা বাঙালি মুসলিম, যদি এই দুই গোষ্ঠী এক হয়, তাহলে ৭০% হয়ে যায়। আপনারা কবে আবার এক হবেন! ৪ আসনে আমাদের জয়ী করুন। অসমের আগামী বিধানসভা ভোটে প্রত্যেকটা আসনে প্রার্থী দেবে তৃণমূল এবং জিতবে। এবার ট্রায়ালে এসেছি, ফাইনাল এখনও বাকি আছে’।
আরও পড়ুনঃ ‘হীরক রানি বাই বাই’! খাস কলকাতায় মমতার বিরুদ্ধে পোস্টার, ভোটের মুখে শোরগোল!
মমতার কথায় উঠে আসে সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির প্রসঙ্গও। তৃণমূল নেত্রী বলেন, ‘আমরা জিতলে সিএএ, এনআরসি হবে না। অভিন্ন দেওয়ানি বিধিও হবে না। আমরা সব তুলে দেব। ডি ভোটার লিস্টে এখুনও অনেক মানুষ পড়ে। যাঁদের ভবিষ্যৎ জানেন না, আমি তাঁদের ভবিষ্যৎ ঠিক করে দেব’।
এরপর বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘গোটা দেশটাকে ডিটেনশন ক্যাম্প বানিয়ে রেখেছ। জেলখানা বানিয়ে দিয়েছ। এই সরকার দাঙ্গাবাজ, লুটেরা, ভাঁওতাবাজ। আর ভয় পাওয়ার দরকার নেই। এবার এঁদের দূর করুন’।