‘এভাবে আম্বেদকরকে অসম্মান’! শাহি-মন্তব্যে জোর বিতর্ক! BJP-কে ঝাঁঝালো আক্রমণ মমতার

বাংলা হান্ট ডেস্কঃ বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) একটি মন্তব্য ঘিরে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। গতকাল ‘এক দেশ, এক ভোট’ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সংসদে দাঁড়িয়ে একটি ‘বেফাঁস’ মন্তব্য করে বসেন তিনি। এবার এই নিয়ে সুর চড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আম্বেদকরকে নিয়ে শাহি-মন্তব্যের প্রেক্ষিতে বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ করেন তিনি।

পদ্ম শিবিরকে ফালাফালা আক্রমণ মমতার (Mamata Banerjee)

গতকাল সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে একটা ফ্যাশন হয়ে গিয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…। যদি এতবার করে ভগবানের নাম নেওয়া হতো তাহলে সাত জন্ম সার্থক হয়ে যেত’। এবার এই নিয়েই গেরুয়া শিবিরকে নিশানা করলেন তৃণমূল (Trinamool Congress) নেত্রী।


বুধবার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন মমতা (Mamata Banerjee)। লেখেন, ‘মুখোশ খুলে গেল! সংসদে যখন সংবিধানের ৭৫ বছর উদযাপিত হচ্ছে, সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবাসাহেব আম্বেদকরের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করলেন, তাও আবার গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে’।

আরও পড়ুনঃ পার্থর জামিনের পথে বাধা তারই জামাই! বাংলার নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়

বিজেপিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘এখান থেকেই ওদের বর্ণবিদ্বেষী এবং দলিত বিরোধী মানসিকতা পরিষ্কার বোঝা যায়। ২৪০ আসনে নেমে আসার পরেও এমন আচরণ! ৪০০ আসনের স্বপ্নপূরণ হয়ে গেলে ভাবুন কেমন ব্যবহার করতো। হয়তো আম্বেদকরের সকল অবদান ভুলে নতুন ইতিহাস লিখে দিত’।

Mamata Banerjee

মমতা লেখেন, অমিত শাহের এহেন মন্তব্য আম্বেদকরের (Babasaheb Ambedkar) পদাঙ্ক অনুসরণ করা লক্ষাধিক মানুষকে আঘাত করেছে। তবে যে দল বিভেদ এবং ঘৃণায় বিশ্বাসী, তাদের থেকে আর কীই বা আশা করা যায়? প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। বাবাসাহেব আম্বেদকরের বিষয়ে বেশ কয়েকটি লাইন লিখে নিজের লেখা সমাপ্ত করেন তিনি।

এদিকে শুধুমাত্র মমতাই (Mamata Banerjee) নন, ইতিমধ্যেই শাহের ‘ফ্যাশন’ মন্তব্য নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের দাবি, তিনি যেভাবে সংসদে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন, তার ফলে আম্বেদকরের অবমাননা করা হয়েছে। এই নিয়ে আজ সকালে সংসদের অন্দরে ও বাইরে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা। শাহের বিরুদ্ধে স্লোগান তুলে ওয়াক আউট করেন তৃণমূল সাংসদরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর