বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সম্প্রতি হাঙ্গেরিতে আয়োজিত ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক্স ফেডারেশনের দায়িত্বে আয়োজিত অ্যারোবিক্স জিমন্যাস্টিক্সে ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন বাংলার প্রণতি নায়েক (Pranati Nayak)। এবার তার পরবর্তী লক্ষ্য এশিয়ান গেমসে ভারতের মুখ উজ্জ্বল করা এবং পদক নিশ্চিত করা। তার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) তরফ থেকে বিশেষ বার্তা পেলেন বাংলার এই প্রতিভাবান ক্রীড়াবিদ।
গ্রিসের প্রতিপক্ষকে টাইব্রেকারে হারিয়ে সেই বিশেষ মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন প্রণতি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নিজের পদক প্রাপ্তির মুহূর্তের ছবি। তারপরই মুখ্যমন্ত্রী তার জন্য একটি বিশেষ আবেগপূর্ন টুইট করেছেন।
নিজের আবেগঘন বার্তায় মমতা লিখেছেন, “আমাদের পশ্চিম মেদিনীপুরের পিংলার তরুণ এবং বিরল প্রতিভাবান জিমন্যাস্ট প্রণতি নায়েককে এই বিশেষ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক চিত্তে দেখে আমার মনটা আবেগে আর গর্বে ভরে আসছে। এই বিশেষ খেতাব অর্জনের জন্য শুভেচ্ছা। আমাদের ক্রীড়াবিদরা ভারতের মুখ উজ্জ্বল করে চলেছে।”
I am beaming with pride to witness our young and exceptional gymnast Pranati Nayak from Pingla, Paschim Medinipur to clench Bronze medal in the World Cup Challenge, 2023 held at Szombathely, Hungary.
Congratulations on this remarkable achievement, our athletes are making India…
— Mamata Banerjee (@MamataOfficial) September 12, 2023
এর আগে নিজের পোস্ট করা ছবিতে প্রণতি লিখেছিলেন, “এটা হলো আমার প্রথম বিশ্বকাপের পদক। অত্যন্ত কঠোর পরিশ্রম করার পর আজ সত্যিই আমি খুব খুশি। আমাকে এভাবে সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ জানাই। অশোক
স্যারকেও ধন্যবাদ। ভগবানের আশীর্বাদ সবসময় রয়েছে আমার সঙ্গে।”
আরও পড়ুন: স্পেন সফরে গিয়ে বড় চমক, এবার লা লিগায় মমতা! উপস্থিত থাকবেন সৌরভও
প্রসঙ্গত, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পেন সফরের জন্য উড়ে গিয়েছেন। সেখানে বার্সেলোনা এবং মন্ত্রীদের মতো ২ বিখ্যাত এবং ফুটবল জগতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই স্থানে যাবেন তিনি। স্প্যানিশ ফুটবল লিগ অর্থাৎ লা লিগার সভাপতির সঙ্গেও বৈঠক করবেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি সেখানে উপস্থিত থাকবে বাংলার তিন প্রধান ক্লাবের কিছু কর্মকর্তা।