‘চাকরির থেকে চায়ের দোকানে বেশি আয়’! সরকারি চাকরি না পেলে কী করবেন? ‘টিপস’ দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল রাজ্য। দুর্নীতির জেরে গত বছর ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় ২৬,০০০ চাকরিজীবীর ভাগ্য। এছাড়াও আইনি জটে আটকে রয়েছে রাজ্যের বহু চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বহুবার দাবি করেছেন, রাজ্যের হাতে প্রচুর চাকরি রয়েছে। তবে কিছু লোক মামলা করে তাতে বাধ সাধছেন। এই আবহে এবার সরকারি চাকরি (Government Job) না পেলে তার বিকল্প পথ দেখালেন মুখ্যমন্ত্রী।

বেকারদের বড় ‘টিপস’ মমতার (Mamata Banerjee)!

সরকারি চাকরি পাওয়া এখন কার্যত হাতে চাঁদ পাওয়ার মতো বিষয় হয়ে গিয়েছে। অনেকের মুখেই শোনা যায় একথা। বছরের পর বছর ধরে চেষ্টা করেও সাফল্য পাননি অনেকে। এমতাবস্থায় বিকল্প পথ বাতলে দিলেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার মমতা (Mamata Banerjee) বলেন, ‘সরকারি চাকরি না পেলে হতাশ হবেন না। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও অনেক টাকা আয় হয়। চাকরির থেকে চায়ের দোকানে বেশি টাকা আয় হয়’। সরকারি চাকরির জন্য চেষ্টা করেও যারা সাফল্য পাচ্ছেন না তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর ‘টিপস’, সরকারি চাকরি পেতে গেলে অনেক ধাপ পেরোতে হয়। লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের পর আসে পরীক্ষার ফলাফল। তবে চায়ের দোকান খুলতে গেলে এসব ব্যাপার নেই। বাণিজ্যে বসতে লক্ষ্মী!

আরও পড়ুনঃ অযোধ্যার পর এবার বাংলার বুকে তৈরি হবে রামমন্দির! দিনক্ষণ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী বলেন, চায়ের দোকানে (Tea Stall) যদি চা, বিস্কুট, ঘুগনি বিক্রি করা হয়, তাহলে তাতে ভালো টাকাই উপার্জন হয়। অনেক সময় চাকরির থেকেও বেশি টাকা আয় হয় বলে দাবি করেন তিনি। এছাড়া কর্মসংস্থান নিয়ে কটাক্ষ প্রসঙ্গে মমতা বলেন, ‘অনেকে বলেন চাকরি হয় না! জানবেন কী করে! যিনি চাকরিতে যোগ দিচ্ছেন, তিনি জানেন’।

Mamata Banerjee

এদিকে সরকারি চাকরি না পেলে মুখ্যমন্ত্রী চায়ের দোকান খোলার যে সমাধান দিয়েছেন তা নিয়ে সরব হয়েছেন অধীর চৌধুরী। মমতা (Mamata Banerjee) ও মোদীকে একযোগে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, দিল্লিতে এক চা-ওয়ালা বসে রয়েছে। আর এখানে চা-ওয়ালি হবেন দিদি’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর