‘দাঙ্গা লাগিয়ে, দু’দেশের মধ্যে গণ্ডগোল পাকিয়ে…’! ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে বিস্ফোরক মমতা

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার ভারত-বাংলাদেশ সীমান্তে (India Bangladesh Border) উত্তেজনা ছড়িয়েছে। কখনও মালদার শুকদেবপুর, কখনও আবার মুর্শিদাবাদের ভগবানগোলা তেতে উঠেছে। ওপার বাংলার অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে লুটপাট চালাচ্ছে সহ নানান অভিযোগ উঠছে। এই আবহে এই ইস্যুতে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুর্শিদাবাদে গিয়ে সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফকে দায়িত্ব নিতে বললেন তিনি।

ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে কী বললেন মমতা (Mamata Banerjee)?

বিগত কয়েক মাসে এদেশে একাধিক বাংলাদেশি (Bangladesh) জঙ্গি ধরা পড়েছে। অভিযোগ উঠছে, ভারতীয় ভূখণ্ডে বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে বাধা দেওয়া হচ্ছে। সেই সঙ্গেই ফাঁস হয়েছে ভুয়ো পাসপোর্ট চক্র। এসব নিয়ে বর্তমানে সরগরম বাংলা। এই আবহে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

মমতা গতকাল বলেন, ‘মুর্শিদাবাদের ওপারে বাংলার সীমান্ত রয়েছে। বিএসএফ সেই সীমান্ত দেখুক। আমাদের উপর অত্যাচার হলে আমরা দেখব। দয়া করে কারোর প্ররোচনায় পা দিয়ে ও দিকে যাবেন না। কারণ অনেকের উদ্দেশ্য হল, দাঙ্গা লাগিয়ে দু’দেশের মধ্যে গণ্ডগোল পাকিয়ে দিয়ে সরে যাওয়া’।

আরও পড়ুনঃ সঞ্জয়ের ফাঁসি হবেই? সাজা ঘোষণা হতেই হাইকোর্টের দ্বারস্থ রাজ্য! তোলপাড় বাংলা

এখানেই না থেমে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘আমি চাই, সীমান্তে বিএসএফ দায়িত্ব নিক, সেখানে যাতে শান্তি প্রতিষ্ঠা হয়। লোকাল পুলিশকে আমি বলব, তাঁরা যেন মাইকিং করে ফিরে আসতে বলেন। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না’।

Mamata Banerjee

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে ভারত-বাংলাদেশ সীমান্তে একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে। কয়েকদিন আগেই অভিযোগ ওঠে, মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিরা চড়াও হয়েছিলেন। সেই সময় ওপার বাংলার অনুপ্রবেশকারীদের আটকেছিল এদেশের সীমান্ত রক্ষা বাহিনী। সম্প্রতি আবার মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে অভিযোগ আসে, বাংলাদেশিরা সীমান্ত টপকে এদেশে এসে ফসল কেটে নিয়ে গিয়েছে। এই আবহে এই ইস্যুতে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বিএসএফকে শান্তিরক্ষার দায়িত্ব নিতে বলার পাশাপাশি মুর্শিদাবাদের মানুষ যাতে কারোর প্ররোচনায় পা না দেন, সেটাও বলেন মমতা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর