বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছু সময় ধরে শিরোনামে রয়েছে ওয়াকফ বিল। এবার এই নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি। অভিযোগ আনেন, এই বিষয়ে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করেনি কেন্দ্রীয় সরকার (Central Government)।
ওয়াকফ বিল নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মমতা (Mamata Banerjee)!
ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ, এদেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে। এদিন একথা মনে করান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সাফ জানান, তারা ওয়াকফ বিলের (Waqf Bill) বিরোধিতা করবেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার যে আইন এনেছে, সেটা লাগু হলে ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হবে। আমি মনে করি, এই নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কারণ রাজ্যেও ওয়াকফ সম্পত্তি রয়েছে। আমার সঙ্গে কোনও আলোচনা হয়নি’।
মমতা (Mamata Banerjee) এদিন জানান, সংবাদমাধ্যম থেকেই তিনি বিষয়টি দেখেছেন। তাঁর কথায়, ‘কেন্দ্র শুধু একটা নোটিফিকেশন দিয়েছিল যে আপনাদের আপত্তি থাকলে জানাতে পারেন। তবে আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি’।
আরও পড়ুনঃ ২-১ দিনের মধ্যেই…! CBI এবার যা করতে চলেছে… রাতের ঘুম উড়ল আরজি করের সন্দীপের!
এদিন ওয়াকফ বোর্ডের (Waqf Board) অনেক জমি বেদখল হয়ে যাওয়া নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যা হওয়ার আগে হয়েছে। ১৯৩৪ সালে কে দখল করেছে সেটা বলতে পারবেন না বলে জানান তিনি। এরপরেই ‘বুলডোজার জাস্টিস’ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ টেনে এনে বলেন, জবরদখল সরানোর জন্য তাঁর প্রশাসন যত্রতত্র বুলডোজার পাঠিয়ে দেবে না।
মমতা (Mamata Banerjee) এদিন বলেন, ‘কোনও ধর্মের ওপর অত্যাচার হলে মানব না। অন্য দেশে কোনও ধর্মের ওপর আক্রমণ হলেও সেটা মানি না’। গতকাল বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ওয়াকফ বিল নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন। তিনি জানান, জমি দখলের ব্যাপারটা ওয়াকফ বোর্ড ট্রাইব্যুনালকে জানিয়েছে। একইসঙ্গে তিনি বলেন, যে জমি বেহাত হয়ে গিয়েছে তা উদ্ধারের জন্য নোটিশ দেওয়া হয়েছে। তাঁর জমানায় সংখ্যালঘুদের উন্নয়নে কী কী কাজ করা হয়েছে সেটার খতিয়ানও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী।