রাত পোহালেই ডাক্তারদের মুখোমুখি হচ্ছেন মমতা! অভয়া মঞ্চের সদস্যরা সভায় থাকবেন?

বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই চিকিৎসকদের (Doctors) সঙ্গে আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের সরকারি হাসপাতালগুলির চিকিৎসা ব্যবস্থা নিয়ে ডাক্তারদের অভাব-অভিযোগ শুনতে সোমবার একটি সভার আয়োজন করা হচ্ছে। আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ডক্টরস কনভেনশন’। সেখানে কি উপস্থিত থাকবেন অভয়া মঞ্চের সদস্যরা?

মমতার (Mamata Banerjee) সভায় উপস্থিতি নিয়ে কী বলছেন অভয়া মঞ্চের সদস্যরা?

আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর গঠিত হয়েছিল ‘অভয়া মঞ্চ’। জানা যাচ্ছে, সেই সংগঠনের বেশ কয়েকজন এখনও সিদ্ধান্তহীনতায় ভুগলেও বেশিরভাগ ডাক্তার শনিবার জানিয়ে দিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত থাকতে চান। সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামীকাল আয়োজিত হতে চলা এই সভায় অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের অধিকাংশ সদস্য উপস্থিত থাকবেন।

এই বিষয়ে চিকিৎসকরা বলেন, ‘এটা সরকারি অনুষ্ঠান। উনি আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। অবশ্যই উপস্থিত থাকব’। রাজ্য সরকারের স্বাস্থ্য গ্রিভ্যান্স সেলের তরফ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের এই কনভেনশনের আয়োজন করা হচ্ছে। সেখানে তিন হাজারেরও বেশি সরকারি-বেসরকারি হাসপাতালের ডাক্তার, পড়ুয়ারা উপস্থিত থাকবেন বলে খবর।

আরও পড়ুনঃ স্ত্রী আয় করলে মিলবে না খোরপোষ? ডিভোর্স মামলায় বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর প্রতিবাদে গর্জে উঠেছিল চিকিৎসকদের একটি বৃহৎ অংশ। কর্মবিরতি, অনশন করেছিলেন জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) একাংশ। এই ঘটনার পর রাজ্য সরকারের সঙ্গে চিকিৎসক সমাজের একটা দূরত্ব তৈরি হয়।

West Bengal CM Mamata Banerjee slammed Javed Khan for manhole incident

সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডের পর ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার পরেও ফুঁসে উঠেছিলেন বহু চিকিৎসক। এখন আবার নন-প্র্যাকটিসিং দেখিয়ে যে সকল চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করছেন, তাঁদের নিয়ে কড়াকড়ি শুরু করেছে স্বাস্থ্য দফতর। এই আবহে আগামীকাল ডাক্তারদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। মমতার (Mamata Banerjee) এই সভায় কী হয় এখন সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর