RG Kar-এর আবহে তৈরি হয়েছিল দূরত্ব! ডাক্তারদের মনের কথা শুনতে এবার বিরাট উদ্যোগ মমতার

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar Case) হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর ফুঁসে উঠেছিল চিকিৎসক মহল। আন্দোলনে নেমে রাজ্য সরকারের (Government of West Bengal) বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অনেকে। বিশেষত জুনিয়র চিকিৎসকদের একটি বৃহৎ অংশ দীর্ঘসময় ধরে কর্মবিরতিতে ছিলেন। এমতাবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে চিকিৎসকদের মনের কথা শুনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই কারণে আগামী ২৪ ফেব্রুয়ারি ডাক্তারদের মুখোমুখি হতে চলেছেন তিনি।

ডাক্তারদের সঙ্গে দূরত্ব ঘোচাতে উদ্যোগী মমতা (Mamata Banerjee)!

আরজি কর আন্দোলনের পর অনেকেই ভেবেছিলেন, চিকিৎসক সমাজের সঙ্গে রাজ্যের একটি দূরত্ব তৈরি হয়েছে। এবার সেই দূরত্ব ঘোচাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী। তাঁদের মনের কথা শুনবেন মমতা।

এদিন ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান চিকিৎসক (Doctor) সৌরভ দত্ত, চিকিৎসক যোগীরাজ রায়। সেখানেই জানানো হয়, চিকিৎসকদের মুখোমুখি হতে চান মুখ্যমন্ত্রী। সেই কারণে আমন্ত্রণ জানানো হয়েছে সকল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, শিক্ষক, সুপার, জুনিয়র চিকিৎসক, ছাত্রছাত্রীকে। জেলা হাসপাতাল এবং ব্লক হাসপাতালগুলির ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরাও চাইলে এই বৈঠকে যোগ দিতে পারেন।

আরও পড়ুনঃ হু হু করে বাড়বে বেতন! অ্যাকাউন্টে ঢুকবে ৩৪,৫৬০ টাকা? সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর

ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফ থেকে এদিন জানানো হয়, আরজি কর কাণ্ডের পর ডাক্তারদের একাংশের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তা মুছে ফেলতে তৎপর। সেই কারণে আগামী ২৪ ফেব্রুয়ারি এই আয়োজন করা হচ্ছে। সেদিন চিকিৎসকদের মনের কথা শুনবেন মমতা। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে, ‘চিকিৎসার অপর নাম সেবা’।

Mamata Banerjee

জানা যাচ্ছে, এই অনুষ্ঠানের জন্য আন্দোলনকারী চিকিৎসকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররাও আগামী ২৪ ফেব্রুয়ারির এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তাঁরাও কী বলতে চান সেটা শুনবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আন্দোলনকারী চিকিৎসকদের তরফ থেকে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর