বাংলা হান্ট ডেস্কঃ গতবার নীতি আয়োগের (NITI Aayog) বৈঠকে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে মাইক ‘বন্ধ’ করে দেওয়ায় মিটিং থেকে ওয়াক আউট করেন তিনি। পরবর্তীতে জানান, বলতে শুরু করার মিনিট পাঁচেকের মধ্যেই মাইক ‘বন্ধ’ করে দেওয়া হয়েছিল। ‘এটা অপমানজনক’, দাবি করেছিলেন মমতা। এবার জানা গেল, নীতি আয়োগের পরিচালন সমিতির দশম বৈঠকে যাচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্র মারফৎ এমনই খবর মিলেছে। শনিবার এই বৈঠক আয়োজিত হবে, সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে সেখানে যোগ দেবেন না মমতা।
নীতি আয়োগের বৈঠকে থাকছেন না মমতা (Mamata Banerjee)!
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জাতীয় রাজনীতির অতি পরিচিত মুখ। রাজনীতিক হিসেবে তাঁর অভিজ্ঞতা প্রচুর। তিনবারের মুখ্যমন্ত্রী, দু’বার কেন্দ্রীয় মন্ত্রী ও সাত বারের সাংসদ। সেই সঙ্গেই দেশের একমাত্র বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবেই তাঁর নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে।
গতবারের মাইক ‘বন্ধ’ করে দেওয়ার ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বৈঠকে যোগ দিচ্ছেন না বলে খবর। সেই সঙ্গেই তাঁর অভিযোগ, একাধিক প্রকল্পে টাকা বন্ধ করে রেখেছে মোদী সরকার (Central Governemnt)। ফলে এই বৈঠকে যোগ দিয়েও বিশেষ লাভ হবে বলে মনে করছেন না তিনি।
এবারের নীতি আয়োগের থিম, ‘উন্নত রাজ্য, উন্নত ভারত’। ফলে দেশের পাশাপাশি রাজ্যগুলির নানান বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হবে বলে অনুমান। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি, ক্ষুদ্র উদ্যোগ, উৎপাদন থেকে পরিষেবা, অচিরাচরিত শক্তি এবং সবুজ প্রযুক্তিতে বিনিয়োগ সহ একাধিক বিষয়ে আজ আলোচনা হবে। দেশের প্রায় প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীরাই এই বৈঠকে যাচ্ছেন। তবে ব্যতিক্রম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এর ফলে কেন্দ্র-রাজ্য (Government of West Bengal) সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
অন্যদিকে গতবার নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ‘আমায় বলতে দেওয়া হয়নি। আমার বলার সময় থামিয়ে দেওয়া হয়। আমি বলতে শুরু করার মিনিট পাঁচেকের মধ্যে মাইক বন্ধ করে দেওয়া হয়। এটা অপমানজনক’।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাইক ‘বন্ধ’ করে দেওয়ার অভিযোগ আনলেও কেন্দ্রীয় সরকার এই ঘটনার কথা সম্পূর্ণ স্বীকার করতে চায়নি। তবে সেই সময় কেন্দ্র-রাজ্য সম্পর্কে খানিক চিড় ধরেছিল। এবার নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সেই দূরত্ব আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকে।