রেডি রিপোর্ট কার্ড, আজই অ্যাকশনে মমতা!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বছরের শুরুতে কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিতেই এই বৈঠক এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর কোন দপ্তরের কাজের অগ্রগতি কেমন, তা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে রিপোর্ট কার্ড। সেই কার্ড সামনে রেখে আজ মন্ত্রী-আমলাদের কাজের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ডিএম, এসপি, প্রশাসনিক আধিকারিকরা এই বৈঠকে থাকবেন।

সূত্রের খবর, দুপুর একটায় নবান্ন (Nabanna) সভাঘরে এই বৈঠক বসতে চলেছে। বছরের শুরুতেই প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী। কোন কোন কাজ বছরের শুরুতেই অগ্রাধিকার দিয়ে করতে হবে তা ঠিক করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। সরকারি যে প্রকল্পগুলি চলছে তা আরও সহজে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

কিছুদিন আগে বাড়ি-বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ নিয়ে তুমুল ক্ষোভপ্রকাশ করেছিলেন মমতা। তার নির্দেশের পর কাজে গতি কতটা এসেছে বা সেই গতি বাড়াতেও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে একাধিক অফিসারকে ফের মুখ্যমন্ত্রী তুলোধোনা করতে পারেন বলেও মনে করা হচ্ছে। আবার কারও কাজের প্রশংসাও করতে পারেন।

সরকারের কোনো প্রকল্প নিয়েও আলোচনা করা হতে পারে আজকের বৈঠকে। দুয়ারে সরকার প্রকল্পের পাশাপাশি বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা যাতে যথাসময়ে মানুষের কাছে পৌঁছে যায় তা নিয়েও বৈঠকে আলোচন করতে পারেন মমতা। সম্প্রতি আরও ১৬ লক্ষ মানুষকে বাংলার বাড়ি দেবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

government

আরও পড়ুন:প্রবল হার্টের সমস্যা! ভেন্টিলেশনের বাইরে এখন কেমন আছেন নিয়োগ দুর্নীতির ‘কালীঘাটের কাকু’?

বছর ঘুরলেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে এক বছরে প্রশাসনকে আরও চাঙ্গা করতে তৎপর মমতা। যাতে এক মুহূর্তও সময় নষ্ট না হয় তাই শুরুতেই ঝাঁকুনি। বোঝাই যাচ্ছে নয়া বছরের শুরুতেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই নবান্ন বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X