বাংলা হান্ট ডেস্কঃ সোমবার নবান্নে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেল ৫টা থেকে শুরু হয়েছে মিটিং। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, ওষুধের দাম বাড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে পিএম মোদীকে চিঠি লিখেছেন তিনি।
প্রধানমন্ত্রীকে কী লিখলেন মমতা (Mamata Banerjee)?
গত ১৪ অক্টোবর ন্যাশানাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফ থেকে একটি গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, অ্যাসমা, টিবি, মনোরোগ, থ্যালাসেমিয়া, চোখের সমস্যা, নানান ধরণের সংক্রমণ- এই সকল রোগের ওষুধের মূল্য (Medicine Price) প্রায় ৫০% বাড়ানো হয়েছে। NPPA কিছু মাস আগে এই ওষুধের মূল্য পর্যালোচনা করেছিল। এর মধ্যে রক্তচাপের ওষুধ, ডায়াবেটিসের ওষুধের বিষয়গুলিও আছে।
রিপোর্ট অনুযায়ী, মুখ্যমন্ত্রী লিখেছেন, ওষুধের মূল্যবৃদ্ধির কারণে আমজনতার ওপর বাড়তি চাপ পড়বে। তাঁরা ফাঁপরে পড়বেন। একইসঙ্গে এর ফলে পশ্চিমবঙ্গের মতো রাজ্যও সমস্যায় পড়বেন বলে লিখেছেন তিনি।
আরও পড়ুনঃ অভীক-বিরূপাক্ষের নাম উঠতেই থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী! জুনিয়র ডাক্তারদের বললেন … শুরু চর্চা
কারণ ব্যাখ্যা করে মমতা (Mamata Banerjee) লিখেছেন, এই রাজ্যে রোগীদের ফ্রি-তে ওষুধ প্রদান করা হয়। এই বাড়তি বোঝার কারণে রাজ্যের পাশাপাশি দেশের ওপরেও অসুবিধা তৈরি হবে, আশা করি আপনি এই বিষয়ে সহমত হবেন, লিখেছেন মুখ্যমন্ত্রী।
পিএম মোদীকে (Narendra Modi) দেওয়া চিঠিতে মমতা লিখেছেন, একদিকে রোজনামচার জিনিসের মূল্যবৃদ্ধি হয়েই চলেছে। এমতাবস্থায় জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো হলে বড় সমস্যা তৈরি হয়ে যাবে। ওষুধের মূল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা প্রত্যাহার করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের কল্যাণ করা আমাদের মূল লক্ষ্য, লিখেছেন তিনি।
এদিকে ওষুধের দাম বৃদ্ধির খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়েছিলেন বহু মানুষ। ওষুধের দাম যদি বাড়ানো হয়, তাহলে স্বাভাবিকভাবেই আমজনতার পকেটে চাপ পড়বে। এমতাবস্থায় এই ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতার (Mamata Banerjee) আর্জিতে পিএম মোদী কী পদক্ষেপ গ্রহণ করেন এখন সেদিকেই নজর সকলের।