উচ্চ মাধ্যমিকে পাস-ফেল নিয়ে চিন্তার দিন শেষ! পড়ুয়াদের জন্য বড় সিদ্ধান্ত সংসদের

   

বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয় গত মাসে। ফল প্রকাশের পর নতুন শিক্ষাবর্ষে ইতিমধ্যেই একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়ে গেছে। ২০২৫ সাল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবেন। চলতি শিক্ষাবর্ষে ১১ বছর পর উচ্চ মাধ্যমিকের সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষা পদ্ধতি থেকে সিলেবাস, বদল এসেছে অনেক কিছুতেই।

বেশ কিছু পরিবর্তন এসেছে পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রেও। এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিকে (Higher Secondary Examination) পাঁচটি বিষয়ে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে নির্ধারিত হত ফল। তার মধ্যে থাকত একটি ঐচ্ছিক বিষয়। সব মিলিয়ে বিষয় সংখ্যা দাঁড়াত ছয়টি। প্রতিটি বিভাগে বাধ্যতামূলক বাংলা ও ইংরেজি। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হলে পরীক্ষার্থীকে অবশ্যই বাংলা ও ইংরেজিতেও উত্তীর্ণ হতে হবে।

আরোও পড়ুন : কলকাতা থেকে শুরু করে মুম্বাই! দেশজুড়ে ৬০ হাজার কোটির সম্পত্তি বিক্রির পথে LIC, কি হবে এত টাকা?

বাকি তিনটি বিষয়ের মধ্যে একটি বিষয়ে অকৃতকার্য হলে, ঐচ্ছিক বিষয়টিতে (Optional Subject) যদি উত্তীর্ণ হয়, তাহলে মূল বিষয় হিসেবে বিবেচিত করা হত ঐচ্ছিক বিষয়কে। ঐচ্ছিক বিষয়ে প্রাপ্ত নম্বর যোগ করে উত্তীর্ণ হয়ে যেতেন পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে গেলেও নির্দিষ্ট বিষয়টিতে ফেল করার ফলে সেটি নিয়ে ভবিষ্যতে এগোনোর সুযোগ থাকত না পড়ুয়াদের।

Big news for higher secondary Examinee

 

যার জেরে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়তে হত। এই বিষয়টি এবার পরিবর্তিত হতে চলেছে। পরীক্ষার্থীরা দ্বিতীয়বারের জন্য সুযোগ পাবেন ওই নির্দিষ্ট বিষয়টিতে পরীক্ষা দেওয়ার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) জানিয়েছে, যদি কোনও পরীক্ষার্থী ঐচ্ছিক বিষয়ের উপর ভিত্তি করে উত্তীর্ণ হতে না চান, তাহলে পরের বছর তিনি আবার ফেল করা বিষয়টিতে পরীক্ষা দিতে পারবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর