পড়ুয়াদের জন্য নয়া নোটিশ, এবার টিচিং লার্নিং নিয়ে বড় ঘোষণা শিক্ষা সংসদের

বাংলা হান্ট ডেস্ক : ডিগ্রী লেভেলের মতো এবার সেমিস্টার প্রথা শুরু হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্যও। বৃহস্পতিবার শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে বিষয়টি সম্পর্কে জানিয়েছে। আর এজন্য যে পরিবর্তন আসবে পাঠ্যক্রমে সেকথাও উল্লেখ করা হয়েছে। এসবের সাথে শুরু হচ্ছে টিচিং-লার্নিং।

ইতিমধ্যেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য নতুন পাঠক্রম প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) তরফে। চলতি বছর থেকেই এই সেমিস্টার প্রথায় প্রথমবারের জন্য পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে উঠবেন তারা প্রথমবার নতুন সিস্টেমে পরীক্ষা দেবেন। এক্ষেত্রে উল্লেখ্য যে, একই অ্যাডমিট কার্ডে দু’দুবার পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।

যদিও বছরে দুই বার লিখিত পরীক্ষা হবে কিন্তু প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে একবারই। একেবারে বছরের শেষে হবে এই পরীক্ষা। বিষয়টি সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন যে, তারা আজকের মধ্যেই সমস্ত পাঠ্যক্রম অনলাইনে আপলোড করে দেবেন। যদিও ১৩টি ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে একটু দেরি হবে। চিরঞ্জীব ভট্টাচার্যর কথায়, “১১বছর আগে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম পরিবর্তন করা হয়ে ছিল তাই বিষয়ভিত্তিক রিভিউ ও পরিবর্তন করে যুগোপযোগী পাঠ্যক্রম প্রকাশ করা হয়েছে।’’

আরও পড়ুন : অমিতাভকে নিয়ে চরম দুঃসংবাদ! চোখে জল ভক্তদের

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আরো জানা যাচ্ছে যে , এই ‘টিচিং লার্নিং’ পদ্ধতিকে বিশেষ নিয়মে ভাগ করা হয়েছে। যার মধ্যে সবমিলিয়ে ২০০ ঘণ্টা ক্লাস হবে। যার মধ্যে প্রথম সেমিস্টারের জন্য বরাদ্দ ১০০ ঘণ্টা এবং দ্বিতীয় সেমিস্টারের জন্য ৮০ ঘণ্টা সময় রাখা হয়েছে। অতিরিক্ত ২০ ঘণ্টা রয়েছে অতিরিক্ত ক্লাসের প্রয়োজনে।

west bengal madhyamik exams 167706765916x9

শুধু যে পরীক্ষার ধরণ বদলেছে তাই নয়, একইসাথে বদল এসেছে পরীক্ষা পদ্ধতিতেও। কলা বিভাগের কয়েকটি বিষয় বাদ দিলে মোট ১০০ নাম্বারের পরীক্ষায় ৭০ নাম্বার রাখা হয়েছে থিওরির জন্য এবং ৩০ নাম্বার দেওয়া হয়েছে প্র্যাকটিক্যালে। এবার এই ৭০ নাম্বারের থিওরি পেপার আবার দুই ভাগে বিভক্ত, দুই সেমিস্টারে ৩৫ নাম্বার করে পরীক্ষা হবে। যেখানে প্র্যাকটিক্যাল নেই সেখানে দুই সেমিস্টারে ৪০ নাম্বার করে পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন : ‘সংখ্যালঘুদের নিয়ে আমাদের বদনাম করার চেষ্টা করা হচ্ছে’, CAA নিয়ে রেগে লাল পাকিস্তান, বয়ান দিল আমেরিকাও

শিক্ষা সংসদ জানিয়েছে দ্বাদশ শ্রেণীতে উঠতে চাইলে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার দেওয়ার জন্য একাদশ শ্রেণীতে নির্দিষ্ট নাম্বার পেতে হবে। এই নাম্বার হলো ৭০ এর মধ্যে ২১ এবং ৮০ এর মধ্যে ২৪। এই নাম্বার পেলে তবেই আপনি পরীক্ষায় বসতে পারেন। এছাড়া পরীক্ষার সময়সীমাতেও কিছু পরিবর্তন করা হয়েছে। একাদশ শ্রেণীর ক্ষেত্রে দুটি প্রথম সেমিস্টার পরীক্ষা দেওয়ার সময় রয়েছে দেড় ঘণ্টা এবং চতুর্থ সেমিস্টারে সময় পাওয়া যাবে ২ ঘণ্টা।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর