করোনা আবহেও দেশের সেরা বাংলা, মাথাপিছু আয়বৃদ্ধিতে নজির সৃষ্টি করল বঙ্গ! ঘোষণা অর্থমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহেও পিছিয়ে নেই বাংলার (west bengal) অর্থনীতি। সম্প্রতি জানা গিয়েছে, গুজরাট, উত্তরপ্রদেশ এবং কর্ণাটককে পেছনে ফেলে জিডিপি বৃদ্ধির নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে পৌঁছাল বাংলা। এবার রিজার্ভ ব্যাংকের হিসেব বলছে, মাথাপিছু আয়বৃদ্ধিতে (Per Capita Income) দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ।

করোনা আবহেও বাংলার অর্থনীতির এই বৃদ্ধি প্রকৃতপক্ষে প্রশংসার নজির সৃষ্টি করেছে। এই বিষয়ে শুক্রবার ট্যুইট করে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra) জানান, ‘২০২০-২১ অর্থবর্ষে বাংলার মাথাপিছু আয়বৃদ্ধি পেয়েছে ৭.১৬ শতাংশ। এই মাথাপিছু আয়বৃদ্ধিতে দেশের মধ্যে সেরা রাজ্য নির্বাচিত হয়েছে বাংলা। অন্যদিকে দেশের গড় মাথাপিছু আয় হ্রাস পেয়েছে ৩.৯৯ শতাংশ। এই বিষয়টাই আর্থিক দিক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যর্থতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্পষ্টতার প্রমাণ করে’।

প্রসঙ্গত কিছুদিন আগেই জানা গিয়েছে, বর্তমান সময়ে দেশে ১০ লক্ষ কোটি বা তাঁর বেশি জিএসডিপি যুক্ত রাজ্য রয়েছে ৭ টি, যার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক, বাংলা এবং রাজস্থান। কিন্তু এর মধ্যে চলতি অর্থবর্ষে শুধুমাত্র তামিলনাড়ু এবং বাংলার জিডিপিই বেড়েছে এবং বাকি রাজ্যগুলোর বৃদ্ধি পায়নি। বাংলার বেড়েছে ১.২ শতাংশ হার- এমনটাই জানাচ্ছে আরবিআই-র রিপোর্ট।

বাংলার এই সাফল্যে অভিভূত হয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছিলেন, ‘বাংলা যেভাবে মানুষের হাতে অর্থ তুলে দিয়েছে, সেটাই রাজ্যের অর্থনীতিকে অনেকখানি এগিয়ে নিয়ে গেছে এবং এটাই সঠিক পদ্ধতিও। যেখানে জাতীয় স্তরে জিডিপি অনেকটাই সংকুচিত, সেখানে বাংলায় ১.২ শতাংশ বৃদ্ধি হয়েছে বছরে। আর এই বিষয়টাই মমতা সরকারের সাফল্যকে প্রমাণ করে। কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারও জানিয়েছে, বাংলার অর্থনীতি বৃদ্ধিতে নেওয়া এই পদক্ষেপ অত্যন্ত কার্যকরী’।


Smita Hari

সম্পর্কিত খবর