বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটছে বঙ্গ (West Bengal) জুড়ে। শুধু তাই নয়, পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে সাম্প্রদায়িক সংঘর্ষের মতো গুরুতর ঘটনাও ঘটতে দেখা গিয়েছে। আর এই ঘটনাগুলিই রীতিমতো চাপে ফেলেছে শাসক দলকে। এমনিতেই, গত মাসের শেষের দিকে উত্তপ্ত হয়ে ওঠে মালদার মোথাবাড়ি। যেখানে হিন্দুদের বাড়িসহ দোকানপাটে ভাঙচুরের অভিযোগ ওঠে।
বর্তমানে বিভিন্ন হিংসাত্মক ঘটনা ঘটছে বঙ্গে (West Bengal):
যার পরিপ্রেক্ষিতে গর্জে ওঠে বিরোধী দল। সেই সময়ে রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছিলেন যে, ব্যর্থ মুখ্যমন্ত্রী তাঁর গ্রেটার বাংলাদেশ তৈরির গোপন অভিসন্ধি সফল করে তুলছেন। এদিকে, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একটি সম্প্রতি ওয়াকফ ইস্যুতেও রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। সেখানেও হিংসাত্মক ঘটনার বিষয় সামনে আসে এবং ঘটে প্রাণহানিও।
আরও পড়ুন: “ক্রিকেটাররা পাঠাতেন নগ্ন ছবি”, লিঙ্গ পরিবর্তনের পর গুরুতর অভিযোগ সামনে আনলেন বাঙ্গার কন্যা অনায়া
এদিকে, কয়েকদিন আগে একটি ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় খাস কলকাতার (West Bengal) বুকে একটি বাসে হিন্দুদের ধর্মীয় পতাকা খুলে দিতে বাধ্য করা হয় বাসের চালককে। যেখানে পুলিশের উপস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের মানুষদের ভিড় পরিলক্ষিত হয়েছিল। আর তারপর থেকেই তুমুল সমালোচনা শুরু হয়। এমনকি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে শাসকদলের একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি তোষনের অভিযোগ তোলেন বিরোধীরা।
আরও পড়ুন: ৮,৪৭৬ কোটির লোন! এবার এই দেশে বিরাট ধামাকা করতে চলেছে টাটা গ্রুপ
ঠিক এই আবহেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরও একটি ছবি সামনে এসেছে। যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো “দেশদ্রোহী” হিসেবে বিবেচনা করা হয়েছে। শুধু তাই নয়, তাঁর গ্রেফতারির দাবিও জানানো হয়েছে। আসলে, দিল্লির নাম্বার প্লেটের একটি অটোর ছবি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেখানে ওই অটোর পেছনে হিন্দিতে লেখা বাক্যে মমতার সমালোচনা করা হয়েছে।

যেখানে লেখা রয়েছে, “পশ্চিমবঙ্গের (West Bengal) হিন্দু বিরোধী দেশদ্রোহী মুখ্যমন্ত্রী মমতা খাতুনকে গ্রেফতার করে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক।” এছাড়াও সেখানে আরও লেখা হয়েছে যে, “মমতা খাতুন হায় হায়”। এদিকে, এই ছবিটির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই নিজেদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন নেটিজেনরা।