‘মুখ্যমন্ত্রী এই বিষয়ে পদক্ষেপ করবেন…’, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে বিরাট আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মরসুমে লটারি। নিজের কর্মীদের অতিরিক্ত চার শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা আগামী জুলাই মাস থেকে কার্যকর হতে চলেছে। আগে ৪২% DA পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর বর্তমানে তা ৪% বেড়ে হল ৪৬. সব মিলিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের DA-র ব্যবধান গিয়ে দাঁড়ালো ৪০ শতাংশে।

ওদিকে দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে উত্তাল বাংলা। একদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে পথে নেমে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে (Supreme Court) বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। এককথায় ঝুলে রয়েছে DA মামলা। পুজোর আগেই বকেয়া DA মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে সরকার নীরব। পুজো আবহেই সম্প্রতি DA প্রসঙ্গে মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের সরকারি কর্মচারি সংগঠনের ভারপ্রাপ্ত নেতা মানস ভ্যুঁইয়া (Manas Bhunia)।

   

এই বিষয়ে মানসবাবু বলেন, “কেন্দ্র সরকারের বঞ্চনার পরও রাজ্য সরকার দুই বার ৬ শতাংশ DA দিয়েছে। এখন কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় এক লাখ ১৫ হাজার কোটি। একবার কেন্দ্র রাজ্যের সেই বকেয়া মিটিয়ে দিলেই মুখ্যমন্ত্রী এই বিষয়ে পদক্ষেপ করবেন।”

আরও পড়ুন: সব ভন্ডুল! আজ থেকেই খেলা শুরু করবে নিম্নচাপ, কোথায় কোথায় বৃষ্টি? জানাল আবহাওয়া দফতর

মমতার মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। কিন্তু, কেন্দ্র দীর্ঘদিন রাজ্যকে তার প্রাপ্য থেকে বঞ্চিত রেখেছে। আগে সেই টাকা মেটাক।” প্রসঙ্গত, বহুদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

da manas

কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন মামলা চলার পর হাইকোর্ট সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা DA প্রদান করার নির্দেশ দেয়। তবে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। আগামী ৩ নভেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর