বাংলা হান্ট ডেস্কঃ আজ পশ্চিমবঙ্গের উপ নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে। গত ২৫ নভেম্বর পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল। তিনটি আসনের মধ্যে একটিতে প্রার্থী দেয়নি বামেরা। আরেকদিকে করিমপুরে প্রার্থী দেয়নি কংগ্রেস। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়েছে খড়গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জ উপনির্বাচনের ভোটগণনা। গণনার শুরু থেকেই কালিয়াগঞ্জে এগিয়ে ছিল বিজেপি। করিমপুরে তৃণমূল এবং খড়গপুরে বাম জোট।
কিন্তু প্রথম রাউন্ড গণনার পর চিত্র অনেকটাই পাল্টাতে থাকে। কালিয়াগঞ্জের সাথে করিমপুরেও ধীরে ধীরে এগিয়ে চলেছে বিজেপি। এখনো পর্যন্ত তিনটি আসনের মধ্যে দুটিতেই এগিয়ে বিজেপি। আর একটিতে এগিয়ে বাম জোট। আরেকদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত তিনটি আসনেই পিছিয়ে রয়েছে। কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার এগিয়ে আছেন।
আরেকদিকে করিমপুরে বিজেপি প্রার্থী জয় প্রকাশ মজুমদার এগিয়ে আছেন। এবং খড়গপুরে বাম কংগ্রেস জোটের প্রার্থী প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল এগিয়ে আছেন।