‘৩ দিন আটকালেও, চতুর্থ দিন আমি যাবই’- নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে তোপ মমতার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ‘৩ দিন আটকালে, চতুর্থ দিন যাব’- নির্বাচন কমিশনের দিকে তোপ দেগে এমনই হুঙ্কার দিলেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। শীতলকুচির ঘটনায় কোন রাজনৈতিক দলের সেখানে প্রবেশের নিষেধাজ্ঞা জারী করেছে নির্বাচন কমিশন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ট্যুইটে তোপ দাগলেন তৃণমূল নেত্রী।

শনিবার চতুর্থ দফার নির্বাচনে তুমুল অশান্তির সৃষ্টি হয় কোচবিহারের শীতলকুচিতে। প্রথমে বুথে লাইনে দাঁড়িয়ে এক ১৮ বছরের যুবক গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। এরপর সকাল ১০টা নাগাদ কোচবিহারের শীতলকুচির ১২৬ নং বুথে কেন্দ্রীয় বাহিনীকে ৩০০-৩৫০ জন মিলে ঘেরাও করে তাঁদের অস্ত্র কেড়ে নেওয়ার প্রচেষ্টা করতে গিয়ে প্রাণ হারায় ৪ জন।

এই ঘটনার পরবর্তীতে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক মহল। বিরোধীদের পক্ষ থেকে কেন্দ্র সরকারকে এই ঘটনার জন্য চরম দোষারোপ করা হয়। এরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বনগাঁর একটি সভা থেকে ঘোষণা করেছিলেন, রবিবার তিনি মাথাভাঙায় যাবেন এবং মৃতদের পরিবারের পাশে দাঁড়াবেন।

এরপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক নিষেধাজ্ঞা জারি করা হয়। বলা হয়, শীতলকুচির ১২৬ নং বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারানো চারজনের শেষকৃত্য এখনও সম্পন্ন হয়নি। এই মুহূর্তে শোকার্ত পরিবারের সঙ্গে কোনও রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা সাক্ষাৎ করতে গেলে শুধু ওই এলাকাতেই নয়, পাশের এলাকা গুলোতেও অশান্তির আগুন ছড়িয়ে পড়তে পারে। সেই কারণে আগামী ৭২ ঘণ্টা মমতা ব্যানার্জি সহ বাইরের কোন নেতা কোচবিহারে ঢুকতে পারবেন না।

নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞার পর পাল্টা চ্যালেঞ্জ করে তৃণমূল সুপ্রিমো ট্যুইটে লেখেন, ‘MCCর নাম পরিবর্তন করে EC-র উচিৎ Modi Code of Conduct রাখা। মানুষের সঙ্গে আমার দেখা করার প্রচেষ্টা কোন ভাবেই বিজেপি আটকাতে পারবে না। ৩ দিন বাঁধা দেবে, আমি চতুর্থ দিন সেখানে গিয়ে হাজির হবই’।

সম্পর্কিত খবর

X