বাংলাহান্ট ডেস্ক : আধুনিক ভারতের গর্ব বন্দে ভারত এক্সপ্রেস। নতুন ভারতের আধুনিকতার চিহ্ন বহন করছে এই ট্রেন। সেমি হাইস্পিড এই ট্রেন বিদেশের বহু বিখ্যাত ট্রেনকে টেক্কা দিতে পারে। চলতি বছর ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন আগামী বছরের মধ্যে সারা দেশ জুড়ে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে।
বহু প্রতিক্ষার পর অবশেষে বাংলায় পথ চলা শুরু করছে বন্দে ভারত এক্সপ্রেস। বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩০ শে ডিসেম্বর স্বয়ং এই ট্রেনের উদ্বোধন করবেন।
খুব শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেসে মাত্র ৮ ঘণ্টায় হাওড়া থেকে শিলিগুড়ি পৌঁছাবেন মানুষ। এই উপলক্ষে একটি বিশেষ ওয়্যার হাউস তৈরি করা হয়েছে হাওড়াতে। ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছেছে হাওড়ায়। সূত্র অনুযায়ী, বন্দে ভারত ট্রেনটি ভোর তিনটের সময় হাওড়া স্টেশনে আসে।
বহু প্রতীক্ষার পর বন্দে ভারত এক্সপ্রেস এর বাংলায় আগমন রীতিমতো কৌতূহল সৃষ্টি করেছে সাধারণ মানুষের মনে। এই ট্রেনের অন্দরসজ্জা চোখে পড়ার মতো। অন্দরসজ্জায় বন্দে ভারত এক্সপ্রেস হার মানাবে বিমানকেও। হাতলযুক্ত চেয়ার, বড় বড় জানলা, লম্বা লেগ রুম, বিলাসবহুল কারুকার্য বন্দে ভারত এক্সপ্রেসকে অতুলনীয় করে তুলেছে।
এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য এই ট্রেনের সিটের পিছনে রয়েছে নেটের ব্যাগ ও পিছনের ব্যক্তির খাওয়া-দাওয়া করার সুবিধা। সফরকে আরও ভালো করার জন্য রয়েছে আরামদায়ক গদি। এছাড়াও বিমান সেবিকাদের মত এই ট্রেনে থাকবে ট্রেন সেবিকা। এনারা থাকবেন ক্যাটারিং এর দায়িত্বে।