বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন জানেন? ভুলেও কিন্তু ভাববেন না বিধানচন্দ্রের কথা

বাংলাহান্ট ডেস্ক : যুগ যুগ ধরে বাংলা রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে গোটা দেশকে। নানা ভাষা নানা মতের বাসস্থান পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের (West Bengal) রাজনীতিও এখানকার মতোই বৈচিত্রে ভরা। একদা দক্ষিণপন্থী দল জাতীয় কংগ্রেস শাসন করেছে পশ্চিমবাংলাকে। তারপর একটানা ৩৪ বছর বাংলার শাসনভার ছিল বামপন্থীদের হাতে।

পশ্চিমবঙ্গের (West Bengal) প্রথম মুখ্যমন্ত্রী

১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার সাথে সাথে ভাগ হয়ে যায় বাংলা। বাংলার একটা অংশ চলে যায় পূর্ব পাকিস্তানে। অন্য আরেকটি অংশ পশ্চিমবঙ্গ নামে যুক্ত হয় ভারতের সাথে। তবে বলতে পারবেন স্বাধীন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী (Chief Minister) কে হয়েছিলেন? বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ (Dr. Prafulla Chandra Ghosh) ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী।

West Bengal first cm

পশ্চিমবঙ্গের (West Bengal) তিনটি পৃথক সরকারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ। ১৯৪৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয় প্রফুল্ল চন্দ্র ঘোষকে। এছাড়াও ১৯৬৭ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত যুক্তফ্রন্ট সরকারের এবং ১৯৭১ সালে কংগ্রেসের জোট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ।

আরোও পড়ুন : পেট ভরে সকলে খেয়েছিল ভাত, কিন্তু ভাতেই লুকিয়ে ছিল মারণফাঁদ, ছুটতে হলো হাসপাতালে, কি ঘটলো?

২৪ ডিসেম্বর, ১৮৯১ সালে বর্তমান বাংলাদেশের ঢাকায় জন্ম প্রফুল্ল চন্দ্র ঘোষের। শৈশব কেটেছিল প্রত্যন্ত মালিকান্দা গ্রামে। পড়াশোনায় অত্যন্ত মেধাবী প্রফুল্ল চন্দ্র ঘোষ রসায়নে M.A এবং M. Sc ডিগ্রি অর্জন করেন ১৯১৬ সালে। ঢাকা কলেজ, কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার কাজও করেছেন তিনি। কৃত্রিম এবং প্রাকৃতিক রং নিয়ে গবেষণার জন্য ১৯২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডক্টরেট প্রদান করে।

Prafullachandra Ghosh Msd Ali at Writers Building in 1947

ডক্টর সুরেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সহচর্যে থাকা প্রফুল্ল চন্দ্র ঘোষ দেশের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন। মহাত্মা গান্ধীর ডাকে যোগ দেন অসহযোগ আন্দোলনে। স্বদেশী কার্যকলাপে যুক্ত থাকার জন্য জেলবন্দিও হতে হয়েছে তাঁকে। দেশের স্বাধীনতার পর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রফুল্ল চন্দ্র ঘোষকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। ১৯৪৮ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত তিনি বাংলার মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠ ছিলেন।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর