সপ্তাহে ২ দিন দুয়ারে রেশন বাধ্যতামূলক! অভিযোগ উঠতেই কড়াকড়ি খাদ্য দফতরের

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে রেশন (Ration) নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। দুর্নীতি থেকে শুরু করে দুয়ারে রেশন নিয়ে নানান অভিযোগ সামনে এসেছে। এই আবহে এবার রাজ্য খাদ্য দফতরের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হল।

  • দুয়ারে রেশন (Ration) নিয়ে বড় পদক্ষেপ!

দুয়ারে রেশন (Duare Ration) চালু করা হলেও অভিযোগ উঠেছিল বহু ডিলার এই প্রকল্পের সুবিধা দিচ্ছেন না। গ্রাহকদের দুয়ারে গিয়ে রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগও দেখা দিয়েছে। সেই কারণে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল খাদ্য দফতর। রাজ্যের সর্বত্র সপ্তাহে ২ দিন দুয়ারে রেশন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে খাদ্য দফতরের সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে।

জানা যাচ্ছে, অনিয়ম হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখার জন্যেও খাদ্য দফতরের (West Bengal Food Department) আধিকারিকরা এবার নিয়মিত রেশন দোকানে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক অতীতে জিনিসপত্রের মান এবং সেগুলির ওজন নিয়ে বেশ কিছু অভিযোগ ওঠার কারণে এমন পদক্ষেপের কথা ভাবা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ বাস নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের! সিঁদুরে মেঘ দেখছেন বাস মালিকরা

রেশন (Ration) সামগ্রীর ওজন মাপার জন্য বহু জায়গায় খাদ্য দফতরের ‘পস মেশিন’ বন্ধ রেখে দাঁড়িপাল্লা ব্যবহার করার অভিযোগ উঠেছে। কোথাও আবার ওজন মাপার যন্ত্রের পরিবর্তে বাটখারা হিসেবে ইট, পাথর, বালি এসব ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে এমন অভিযোগ এসেছে বলে খবর। এরপরেই রেশন ডিলারদের ‘দুয়ারে’ আচমকা হানার সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা গিয়েছে।

Ration Card

সম্প্রতি যেমন আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকায় একটি ঘটনা সামনে আসে। অভিযোগ, সেখানে গ্রাহকদের রেশন (Ration) সামগ্রীর বদলে বহুদিন ধরে ডিলার স্লিপ দিতে হয়রানি করা হতো। যা নিয়ে ওই ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। জল গড়ায় জেলা খাদ্য নিয়ামক অবধি। ওই ডিলার যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তবে রিপোর্ট বলছে, ঘটনার তদন্তে নামার পর আরও বেশ কিছু ডিলারের বিরুদ্ধে একই অভিযোগ থাকার কথা জানতে পারেন খাদ্য দফতরের আধিকারিকরা। এরপরেই বড় সিদ্ধান্ত নেওয়া হল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর