মাসেই গড়ে ১৮০০ কোটি লক্ষ্মীলাভ, এবার প্রত্যেক পঞ্চায়েতে মদের দোকান তৈরির লক্ষ্য রাজ্যের!

বাংলা হান্ট ডেস্কঃ মদ বিক্রি করে কোটি কোটি টাকা আয় করছে রাজ্য (West Bengal)। তাই এবার নতুন বছরেই অর্থাৎ ২০২৫ সালে প্রত্যেক পঞ্চায়েতেই মদের দোকান খুলে নতুন রেকর্ড গড়তে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই নতুন বছরে রাজ্য সরকারের লক্ষ্য প্রত্যেক পঞ্চায়েতে অন্তত একটি করে মদের দোকান খোলা। রিপোর্ট বলছে গত বছর প্রত্যেক মাসে মদ বিক্রি করে আয় হয়েছে ১৮০০ কোটি টাকা। এবার ২০২৫ সালে সেই রেকর্ড ভাঙতে চাইছে রাজ্য!

প্রত্যেক পঞ্চায়েতেই মদের দোকান তৈরির লক্ষ্য রাজ্যের (West Bengal)

আপাতত সেই লক্ষ্যেই মশগুল রাজ্য। যার প্রমাণ মিলেছে রাজ্যের ভুটান সীমান্তবর্তী কুমারগ্রাম এলাকায় কামাক্ষাগুড়ি-২ পঞ্চায়েতে। এই এলাকায়  আগেও একবার মদের দোকান খোলার অনুমতি দিয়েছিল রাজ্য সরকার (West Bengal)। তৃণমূলের এক স্থানীয় তৃণমূল নেতা সেই মদের দোকান খোলার অনুমোদন পেয়েছিলেন। জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছিল কলেজে ঢোকার মুখের একটি জায়গা। কিন্তু তাতে বাধা দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা এবং কলেজের ছাত্রছাত্রীরা। তাই সেসময় পিছু হটেছিল সরকার। কিন্তু এখন আবার নতুন করে প্রত্যেকটি পঞ্চায়েতে অন্তত একটি করে সরকার অনুমোদিত মদের দোকান চাই রাজ্যের! সেই লক্ষ্য নিয়েই কামাক্ষাগুড়ি ২ পঞ্চায়েতে আরও একবার মদের দোকান খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

গোটা রাজ্যে (West Bengal) সরকার অনুমোদিত এমন মদের দোকান রয়েছে মোট ৭ হাজার ৭৪৬ টি যার মধ্যে পঞ্চায়েত এলাকায় রয়েছে ৩ হাজার ৩৩৯ টি দোকান।  যদিও এখনও পর্যন্ত সব মদের দোকান তৈরি হয়নি। এই কাজ শেষ হলে মদ বিক্রি করে আরও আয় বাড়বে বলেই আশাবাদী রাজ্য সরকার। গোটা রাজ্যে মদের দোকান খোলা,মদ বিক্রি,মদ থেকে আয় এই পুরো প্রক্রিয়াতে গতি আনতে ২০১৭ সালে তৈরি হয়েছিল ওয়েস্টবেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেড। ওই নিগম সূত্রে খবর গত বছর অর্থাৎ ২০২৪ সালে শুধুমাত্র মদ বিক্রি করে রাজ্যের আয় হয়েছে ৩ হাজার ৬১৮ কোটি টাকা। আগের বছর এই আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৩৫০ কোটি টাকা। অর্থাৎ প্রত্যেক বছর মদ বিক্রি করে আয় বাড়ছে।

রাজ্যের (West Bengal) আফগারি দপ্তর সূত্রে খবর গত ২৪ থেকে ৩১ ডিসেম্বর ৬৫৪ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ২০২৪ সালে সারা বছরে রাজ্যের মদ বিক্রি থেকে রাজস্ব আয় হয়েছে মোট ২১ হাজার কোটি টাকা। সরকারি বাজেটে এই ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ২১ হাজার ৮৪৬ কোটি টাকা। আর্থিক বছরের শেষ তিন মাসে সেই লক্ষ্যমাত্রা অনায়াসেই পেরোনো যাবে বলেই আশাবাদী আবগারি দপ্তর।

এত আয় হওয়া সত্ত্বেও রাজ্যে (West Bengal) আরও মদের দোকান দরকার বলে মনে করছে সরকার। তাই এবার দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার জেলাতেও আরো মদের দোকান খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এপ্রিল মাসের আগেই এই সমস্ত দোকান খুলে ফেলা হবে বলে জানা যাচ্ছে। মূলত যে সমস্ত পঞ্চায়েত এলাকায় মদের দোকান নেই সেখানেই মদের দোকান খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পঞ্চায়েত এলাকাগুলোর মধ্যে রয়েছে আলিপুরদুয়ারের চেঙমারি, কামাক্ষাগুড়ি-২ প্রভৃতি পঞ্চায়েত। তালিকায় আছে বীরপাড়ার ধনীরামপুর, চাপারের পাড়া, বিবেকানন্দ-১, ভলকা বারোবিশা, মহা কালগুড়ি প্রভৃতি এলাকাও।

আরও পড়ুন: ‘ফেলে রাখা যাবে না’ মমতার কড়া নির্দেশ মিলতেই বকেয়া কাজ নিয়ে তোড়জোড় শুরু

রাজ্যে মদের দোকান স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি কলকাতায়। তার মধ্যে দক্ষিণ কলকাতায় ৪০৫টি আর জেলা গুলির মধ্যে মদের দোকানের সংখ্যা সবার আগে রয়েছে পূর্ব বর্ধমান। এখানে মোট ৪৩৯ টি মদের দোকান আছে। তারপরে পাশের জেলা পশ্চিম বর্ধমান। সেখানে সংখ্যার নিরিখে মদের দোকান আছে  ৪১৮ টি। এরপরেই ৪০১ টি মদের দোকান নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর।

WhatsApp Image 2025 01 21 at 13.15.07 34c6e1d5
এপ্রসঙ্গে বিদ্রুপের সুরে আবগারি দপ্তরের আধিকারিক জানিয়েছেন, ‘কোন জেলায় কত মদের দোকান আছে সেই তালিকায় না গিয়ে আপনি দেখুন সিঙ্গুরে কতগুলি মদের দোকান আছে’। তিনি জানিয়েছেন মদ কেনার ক্ষেত্রে সিঙ্গুরের অগ্রগতির কথা। এই সিঙ্গুরে ২০২১ সালের আগস্টের মোট মদের দোকান ছিল ১৫৩ টি। অথচ  ২০১১ সালে ছিল এই দোকান ছিল মাত্র ৮০ টি আর এখন আছে ১৭৪ টি। অর্থাৎ মদের দোকান খোলায় চমৎকার ভাবে এগোচ্ছে সিঙ্গুর।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর