DA অতীত! সরকারি কর্মীদের ৬০০০ টাকা করে দেবে রাজ্য সরকার, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

বাংলা হান্ট ডেস্কঃ দোরগোড়ায় লোকসভা ভোট। তার আগেই রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employee’s) বিরাট সুখবর দিল রাজ্য সরকার। রমজান মাসে বড় ঘোষণা, বাড়ল সরকারি কর্মচারীদের উত্‍সব ভাতা (ad hoc bonus)। ইদের আগেই সরকারি কর্মচারীদের উৎসব ভাতা ১৩.২ % বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের অর্থ দফতর।

জানিয়ে রাখি, এর আগে সরকারি কর্মীরা উত্‍সব ভাতা ৫৩০০ টাকা পেতেন। বর্তমানে তা বাড়িয়ে ৬০০০ টাকা করা হল। অর্থাত্‍ একলাফে সরকারি কর্মীদের ৭০০ টাকা ভাতা বাড়াল রাজ্য। তবে সকল রাজ্য সরকারি কর্মচারীরা সেই উৎসব ভাতা পাবেন না। শুক্রবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়েছে, যে সকল সরকারি কর্মচারীদের বেতন ৪২,০০০ টাকার নীচে, কেবল মাত্র তারাই এই ভাতা পাবেন।

প্রসঙ্গত, প্রায় প্রতি বছরই সরকারি কর্মীদের উত্‍সব ভাতা বাড়াচ্ছে রাজ্য সরকার। এই বছরেও তার ব্যতিক্রম হল না। উল্লেখ্য, ২০১৭ সালে রাজ্য সরকারি কর্মীরা উৎসব ভাতা বাবদ ৩,৬০০ টাকা পেতেন। বর্তমানে তার পরিমাণ বেড়ে হয়েছে ৬,০০০ টাকা। অর্থাৎ গত সাত বছরে প্রায় ৬৭ শতাংশ উৎসব ভাতা বাড়ানো হয়েছে।

গত বছরে সরকারি কর্মীদের এই ভাতা ১০ শতাংশের কিছুটা বেশি বৃদ্ধি করেছিল মমতা সরকার। আর এবার আরও বেশি পরিমাণে ভাতা বাড়িয়ে দিল রাজ্য। তবে উৎসব ভাতা বাড়লেও এখনও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা।

এর আগে গত ৮ ফেব্রুয়ারী রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়ানোর ঘোষণা করে মমতা সরকার। বাজেট পেশের দিনই আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয় রাজ্য সরকারি কর্মীদের। বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের ডিএ গিয়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে। তবে স্বাভাবিকভাবেই তাতে খুশি নন রাজ্যের সরকারি কর্মীদের অধিকাংশ।

mamata nabanna

আরও পড়ুন: চর্চায় ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’, মোট কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে অভিষেকের?

অঙ্কের হিসেবে রাজ্যের সাথে কেন্দ্রের ডিএ-র ফারাক এখন ৩৬ শতাংশ। যা দেখে রীতিমতো ক্ষোভে ফুঁসছে ডিএ আন্দোলকারীরা। রাজ্যের বিরুদ্ধে কখনও অনশন, কখনও বিক্ষোভ অন্দোলন চালাচ্ছেন তারা। এরপর কেন্দ্রীয় হারে ডিএ আদায়ের জন্য তারা মমতা সরকারের বিরুদ্ধে আরও জোড়ালো আন্দোলনে নামতে চলেছেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর