ভেঙে পড়া বেআইনি বাড়ির বাসিন্দাদের জন্য ‘সুখবর’, এবার মাথার উপর ছাদ গড়ে দেবে রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ দিনের পর দিন সামনে আসছে অবৈধ নির্মাণ হেলে পড়া বা ভেঙে পড়ার মত ঘটনা। শহর কলকাতার (Kolkata) একাধিক জায়গায় একই দৃশ্য। কোথাও হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বহুতল। কোথাও হেলে গিয়ে পাশের বহুতলের কাঁধে মাথা রেখেছে অবৈধ নির্মাণ (Illegal Construction)। যার জেরে চরম দুর্দশার মধ্যে দিন কাটছে সেই সব আবাসনের বাসিন্দাদের। এবার সিদ্ধান্ত নেওয়া হল, যে অবৈধ নির্মাণগুলি পুরসভা ভেঙে ফেলবে বা যে বাড়ি নিজে থেকে ভেঙে পড়বে, সেখানকার বাসিন্দাদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সুবিধা করে দেবে পুরসভা। জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

বাংলার আবাসে নয়া সংযুক্তি-West Bengal Government

পুরসভা সূত্রে খবর, এক্ষেত্রে যদি সংশ্লিষ্ট জমির মালিক এবং ভাড়াটিয়ারা চায় তাহলেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সুবিধা মিলবে। ভেঙে পড়া বাড়ির পুনর্বাসনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে। প্রসঙ্গত, বিগত কিছু সময়ে অবৈধ নির্মাণ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুরসভা। চাপে পড়ে টনক নড়েছে পুরসভার।

এদিকে শুক্রবার অবশেষে ট্যাংরায় অবৈধ নির্মীয়মাণ বহুতল ভাঙার কাজ শুরু করতে পেরেছে পুরসভা। এর আগে বৃহস্পতিবার বাধা পেয়ে পুর কর্মীরা ফিরে গিয়েছিল। শুক্রবার পুনরায় কাজে গেলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। পুরকর্মীদের কাজে বাধা দেন সংশ্লিষ্ট বহুতলটির ফ্ল্যাট মালিকরা। তবে শেষমেশ কাজ শুরু করতে সফল হয় পুরসভা।

Firhad Hakim big announcement for residents of illegal building in Tangra

আরও পড়ুন: ফের দক্ষিণবঙ্গে ফিরছে শীত, আজ বৃষ্টির সম্ভাবনা কতটা? আবহাওয়ার খবর

এর আগেই মেয়র ফিরহাদ হাকিম সাফ জানিয়ে দেন, ‘গায়ের জোরে বেআইনি নির্মাণ ভাঙা কেউ আটকাতে পারবেন না।’ মেয়র আরও বলেছিলেন, ‘অবৈধ নির্মাণ ভাঙার পর মালিকরা যদি চান তাহলে সংশ্লিষ্ট জমি সরকারকে দিতে পারেন। তাতে বাংলার বাড়ি করে দেবে রাজ্য। এর ফলে সংশ্লিষ্ট জমির মালিক ছাড়া ভাড়াটিয়ারাও উপকৃত হবেন। প্রত্যেকেই ফ্ল্যাট পাবেন।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর