বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের মতভেদ কারোরই অজানা নয়। আর এবার সেই মতভেদ এর প্রভাব আসতে চলেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। সম্প্রতি কেন্দ্রের শিক্ষানীতির বিরোধিতা করে নিজস্ব শিক্ষানীতি তৈরীর উদ্যোগ নিল রাজ্য সরকার। এবং এই নীতি তৈরি করার জন্য ইতিমধ্যে 10 জন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। সেই 10 জনের তালিকায় সুগত বসু, সুরঞ্জন দাস সহ একাধিক নামকরা ব্যক্তিত্বের স্থান মিলেছে।
ঘটনার সূত্রপাত হয় সম্প্রতি শিক্ষানীতিতে যখন কেন্দ্রীয় সরকার বেশ কিছু পরিবর্তন আনে। ইতিমধ্যেই, নীতির বিরোধিতা করে মহারাষ্ট্র এবং কেরলের মত রাজ্যগুলি নিজেদের শিক্ষানীতি তৈরি করে ফেলেছে। আর এবার তাদের দেখানো সেই পথেই হাঁটলো পশ্চিমবঙ্গ সরকার। শিক্ষানীতি অনুযায়ী, বিভিন্ন রাজ্যে একের পর এক নতুন গাইডলাইন পাঠিয়েছে বিশ্ববিদ্যাল মঞ্জুরী কমিশন। ফলে তা নিয়ে বিস্তর ধোঁয়াশা সৃষ্টি হয় রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর সেই ধোঁয়াশা কাটাতেই নিজেদের শিক্ষানীতি প্রকাশ করতে চলেছে রাজ্য। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিদের নিয়ে সাজানো এই কমিটি সবকিছু খতিয়ে দেখে নিজেদের নতুন নীতি তৈরি করবে বলে সূত্রের খবর।
এই প্রসঙ্গে কমিটিতে স্থান পাওয়া শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়িকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “জাতীয় শিক্ষা যে নতুন নীতি বের করেছে, তা আমাদের অনেকটা আমেরিকার স্কুল বা বিশ্ববিদ্যালয় থেকে অনুকরণ করে তৈরি করা হয়েছে বলেই মনে হয়। আমাদের দেশ 130 কোটি জনসংখ্যা বিশিষ্ট। ফলে দেশে এমন অনুকরণ ভবিষ্যতে কাজ করবে না। তাই জাতীয় শিক্ষানীতির যে অংশে অনুকরণ করার প্রবণতা দেখা যাবে, সেগুলোর বিরোধীতা করবে আমাদের নয়া নীতি।”
অপর শিক্ষাবিদ পবিত্র সরকার দাবি করেন, তাঁর কাছে কেন্দ্রীয় শিক্ষানীতি খুব একটা গ্রহণযোগ্য নয় এবং তিনি এর আগেও এর বিরুদ্ধে সমালোচনা করেছেন। তাই রাজ্যের নিজস্ব শিক্ষানীতি তৈরি করার ব্যাপারটি বেশ গ্রহণযোগ্য এবং এই কমিটি যে সঠিক শিক্ষা নীতি আনতে পারবে, সে বিষয়ে মত তাঁর।