বাংলাহান্ট ডেস্ক : আপনি কি দীর্ঘদিন ধরে চাকরির আশায় বসে আছেন? তাহলে আপনার জন্য রইল বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal) পক্ষ থেকে ‘রূপশ্রী’ প্রকল্পের আওতায় জেলা শাসক দপ্তরে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে করা হবে নিয়োগ। ভারতীয় নাগরিক/ পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই মিলবে সুযোগ। পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? কেমন যোগ্যতা প্রয়োজন? জানতে পড়ুন আজকের প্রতিবেদন।
এমপ্লয়মেন্ট নম্বর:- 41/RUP/SW
পদের নাম:- ডাটা এন্ট্রি অপারেটর
আরোও পড়ুন : এবার ভুলে যান রিচার্জের খরচ বৃদ্ধির কথা! মাত্র এই খরচে আনলিমিটেড কল, নেট নিয়ে হাজির Jio
শূন্যপদের সংখ্যা:- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার অপারেটিং সম্পর্কে সম্যক জ্ঞান সহ 30wpm টাইপিং স্পিড থাকা বাঞ্ছনীয়। স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন আবেদনকারীরা।
মাসিক বেতন:—১১,০০০/- টাকা।
আরোও পড়ুন : দূর হল না পথের কাঁটা! ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন “অপয়া” রিচার্ড কেটেলবরোই
বয়সসীমা:-আবেদনকারীদের বয়স সীমা সর্বাধিক ৪০ বছর বা তার নিচে হতে হবে।
আবেদন প্রক্রিয়া:- এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে প্রার্থীদের। জেলাশাসক দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির নিচে আবেদন পত্র। সেটি প্রিন্ট করিয়ে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে নিতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজের সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি দিয়ে একেবারে নিচের দিকে স্বাক্ষর করতে হবে। আবেদনপত্র পূরণ করার পর সমস্ত প্রয়োজনীয় নথি যুক্ত করে সেটি জেলা শাসকের দপ্তরের নির্দিষ্ট ড্রপ বাক্সে জমা দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:- জেলা শাসকের দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেতে হলে ৫০ নম্বরের লিখিত পরীক্ষার সহ ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট দিতে হবে। উল্লেখিত দুটি পরীক্ষায় পাশ করলে শেষে ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। এভাবেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।