বাংলাহান্ট ডেস্ক : রমজান মাসেই আমজনতার জন্য সুখবর দিল রাজ্য সরকার (State Government)। তবে, সরকারের এই নতুন সিদ্ধান্তে ইসলাম ধর্মাবলম্বী বহু মানুষই উপকৃত হবেন। বলা বাহুল্য, রেশন ব্যবস্থার (Rationing) মাধ্যমে ভারতের অধিকাংশ মানুষ স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। দেশের প্রায় ৮০ কোটি মানুষ এই রেশন ব্যবস্থার সুবিধা পান। আমাদের দেশের এমন অনেক মানুষ আছেন যারা রেশন ব্যবস্থা উপর নির্ভরশীল।
সরকার এই রেশন ব্যবস্থাকে বিভিন্ন ক্যাটাগরি বা বিভাগে বিভক্ত করেছে। এই ক্যাটাগরি অনুযায়ী সরকার খাদ্যদ্রব্য বন্টন করে থাকে। রেশন কার্ডের এক একটি বিভাগে এক এক রকম খাদ্য সরকার বন্টন করে। এমনকি খাদ্য দপ্তরের পক্ষ থেকে আগে থেকে জানিয়ে দেওয়া হয় পরবর্তী মাসে কোন কোন ক্যাটাগরিতে কতটা পরিমাণ খাদ্যদ্রব্য দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই বিশেষ সুবিধা পাওয়া যাবে।
অন্যদিকে, রমজান মাস চলার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ প্যাকেজ দেওয়ার ঘোষণা করা হয়েছে। রমজান মাসে চিনি, ছোলা ও ময়দা সরকারের পক্ষ থেকে ভর্তুকিতে দেওয়া হবে। সব রেশন কার্ডধারীরা এই সুযোগ অবশ্য পাবেন না। অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) কার্ড এর অধিকারীরা এই সুযোগ পাবেন। ২৪ মার্চ থেকে সরকারের এই বিশেষ সুবিধা দেওয়া শুরু হয়েছে।
অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) কার্ড হোল্ডাররা রমজান মাসে প্রতি পরিবার পিছু পাবেন এক কেজি করে চিনি। এই ১ কেজি চিনির জন্য রেশন কার্ড হোল্ডারদের দিতে হবে ৩২ টাকা। এছাড়াও ৪৯ টাকা প্রতি কেজি দরে পরিবার পিছু এক কেজি করে ছোলা দেওয়া হবে খাদ্য দপ্তরের পক্ষ থেকে। একই সাথে পরিবার পিছু এক কেজি করে ময়দা দেওয়া হবে ৩০ টাকা কেজি দরে।