বাংলায় কবে কার্যকর হচ্ছে সপ্তম বেতন কমিশন? যা বললেন সরকারি কর্মীদের নেতা

বাংলা হান্ট ডেস্কঃ লক্ষ্মীবারে সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Government Employees)। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। ২০২৬ সালের আগেই তা কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। যে সিদ্ধান্তের ফলে প্রায় ৫০ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন এবং প্রায় ৬৫ লাখ পেনশনভোগীর ভাতা সংশোধিত হবে।

যেখানে কেন্দ্র অষ্টম পে কমিশনের অনুমোদন দিয়েছে সেখানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪% হারে ডিএ (DA) পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ ৫৩%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক দাঁড়িয়েছে ৩৯ শতাংশে। যা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন সরকারি কর্মীদের একাংশ।

যদিও পশ্চিমবঙ্গে কবে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠিত হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই ইসুতেই নিজের বক্তব্য রাখলেন কনফেডারেশন অফ স্টট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তার মতে, রাজ্যের যা ট্রেন্ড, তাতে সপ্তম বেতন কমিশন কার্যকর হতে হতে ২০৩০ সালে হয়ে যেতে পারে।

তার কথায়, ‘এ রাজ্য ২০১৫ সালের ২৭ নভেম্বর (নয়া) বেতন কমিশন গঠন করা হয়েছিল। তারপর এক বা দু’বার নয়, পাঁচ-পাঁচবার (কমিশনের) মেয়াদ বাড়়ানো হয়েছিল। এরপর ডিএ ছাড়াই ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা চারটি কিস্তির (১৪ শতাংশ) মহার্ঘ ভাতা হাতে পাচ্ছেন। যা কেন্দ্রের তুলনায় ৩৯ শতাংশ কম।’

8th Pay Commission latest update Government employees Dearness Allowance DA Basic salary might increase

আরও পড়ুন: মাঘেই জাঁকিয়ে ঠাণ্ডা বাংলায়? কনকনে শীত পড়বে কবে? বড় আপডেট দিল হাওয়া অফিস

মলয়বাবু আরও বলেন, ‘এভাবে চলতে থাকলে এই রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠন ২০২৬ সাল (করা) হলেও, তা ২০৩০ সালের আগে কার্যকর হবে বলে মনে করি না।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর