বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নয়া পে কমিশনের সুপারিশ বাস্তবায়িত হবে। এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ পে কমিশনের আওতায় বেতন পাচ্ছেন। যার ফলো ক্ষোভে ফুঁসছেন এ রাজ্যের (West Bengal Government) সরকারি কর্মীরা। সকলেরই একটাই প্রশ্ন, কবে রাজ্যে সপ্তম পে কমিশন কার্যকর হবে!
সোমবার শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। আজ ১২ ফেব্রুয়ারী পেশ হতে চলেছে রাজ্য (West Bengal Government) বাজেট। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে মমতা সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বিধানসভায় রাজ্য বাজেট (State Budget 2025-26) পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভা ভোটের আগে রাজ্যের এই বাজেটে নজর সব পক্ষের।
দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) একাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের মহার্ঘ ভাতা বা ডিএ-র পার্থক্য বিরাট। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪% হারে ডিএ পাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা। এদিকে সপ্তম পে কমিশনের আওতায় ৫৩% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
তার উপর সম্প্রতি অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের ঘোষণা করেছে কেন্দ্র। আগামীকাল বছর থেকে তার সুপারিশ বাস্তবায়িত হতে চলেছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল ২০১৫ সালের ২৭ নভেম্বর (West Bengal 6th Pay Commission)। তারপর প্রায় দশ বছর কেটে গেছে।
কোনো বাঁধাধরা নিয়ম না থাকলেও সাধারণত দশ বছর অন্তর অন্তর পে কমিশন গঠন করা হয়ে থাকে। চলতি বছর নভেম্বরে ষষ্ঠ পে কমিশনের ১০ বছর পূর্ণ হবে। এ অবস্থায় দাঁড়িয়ে এ বছরই সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী এ বছরই সপ্তম বেতন কমিশন গঠন হতে চলেছে।
আরও পড়ুন: অতিরিক্ত ছুটির দরকার নেই, DA মেটান! মমতাকে পাল্টা সরকারি কর্মীরা, নজর বাজেটে
একাধিক রিপোর্ট অনুযায়ী চলতি বছরেই সপ্তম পে কমিশন গঠনের কথা ঘোষণা করতে পারে রাজ্য। যদি সত্যিই তা হয় তা হলে রাজ্য বাজেটে সে ঘোষণার সম্ভাবনা উড়িয়ে উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞমহল। এবার সরকার ঠিক কি ঘোষণা করবে তা দেখা যাবে বাজেটেই।