বাংলা হান্ট ডেস্কঃ বহু অপেক্ষা। মার্চ মাসেই বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) মামলা উঠবে সুপ্রিম কোর্টে। আগামী ২৫ মার্চ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলা সুপ্রিম কোর্টে উঠবে বলে সর্বোচ্চ আদালত সূত্রে জানা গিয়েছে।
ডিএ মামলা নিয়ে সংশয়- Dearness Allowance
ডিএ মামলার শুনানির দিন যত সামনে আসছে ততই বাড়ছে সংশয়। কারণ এর আগে মোট ১৪ বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার (Dearness Allowance) শুনানি পিছিয়েছে। আগামী ২৫ মার্চ ডিএ মামলার (DA Case) শুনানি সর্বোচ্চ আদালতে। যদিও কোন বেঞ্চে সেই মামলা উঠবে, তা এখনও সঠিকভাবে জানা যায়নি।
সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে জানান, ডিএ মামলার Advance list-এ অনুসারে ডিএ মামলাটি ৯৫ নং আছে৷ অ্যাডভান্স লিস্টে ০১ থেকে ৭৬৮ পর্যন্ত সিরিয়ালে এর স্থান ৯৫ তে এসেছে৷ তিনি আরও জানান ফাইনাল কজ লিস্টে সিরিয়াল নম্বর সহ অনান্য বিস্তারিত তথ্য থাকবে৷ তা সামনে এলে জানিয়ে দেওয়া হবে৷
আরও পড়ুন: টানা চার দিন চলবে বৃষ্টি! আজ কালবৈশাখী ঝড় উঠবে দক্ষিণবঙ্গের এই ৫ জেলায়: আবহাওয়ার খবর
এখানে উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। মাঝের সময়ে ডিএ মামলা বহুবার শুনানির জন্য উঠলেও শুনানি হয়নি। বারে বারে পিছিয়ে গিয়েছে। মিলেছে তারিখ পে তারিখ। এবারে কী হয় সেটাই দেখার।