সুপ্রিম কোর্টে DA মামলা পেছনোর চক্রান্ত করছে খোদ সরকারি কর্মীরাই? বিস্ফোরক দাবি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ২২ এপ্রিল রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) মামলা উঠবে সুপ্রিম কোর্টে। গত ২৫ মার্চ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলা (DA Case) সুপ্রিম কোর্টে (Supreme Court) ওঠার কথা থাকলেও তা হয়নি। আগে মোট ১৫ বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে। সবমিলিয়ে আশঙ্কায় ভুগছেন সরকারি কর্মীরা। এরই মধ্যে এবার বড় কথা বলে দিলেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

ডিএ নিয়ে নিজেদের মধ্যেই সংঘাত? Dearness Allowance

রাজ্য সরকারের সাথে তো সংঘাত চলছেই, এবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের মধ্যেই শুরু সংঘাত। সূত্রের খবর, ডিএ মামলায় যুক্ত হতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এদিকে পাল্টা তার বিরোধিতা করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ।

কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের আশঙ্কা, ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়ার জন্য হয়তো কোনো চক্রান্ত হচ্ছে। তিনি বলেন, ‘আইনজীবীরা যা জানিয়েছেন, এরকম ক্ষেত্রে যিনি মামলায় যুক্ত হতে চাইছেন, তাকে নিজের দফতরের নাম এবং ঠিকানা দিতে হয়। এদিকে নিজের শিক্ষকতা পেশার কথা উল্লেখ নেই। শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক হিসেবে কাজ করছেন বলে উল্লেখ রয়েছে।’

মলয়বাবুর প্রশ্ন, ‘এত গুলো ভুল কেন তিনি করবেন? তাহলে কি মামলাটি দীর্ঘ থেকে দীর্ঘতর করার জন্য কোনো চক্রান্ত চলছে? তিনি আরও বলেন, যেখানে একটা মামলা যখন শেষপর্যায়ে আছে, তখন সংগ্রামী যৌথ মঞ্চ মামলায় যুক্ত হওয়ায় আবেদন করছে। তা হলে নতুন করে তাদের কথা শুনতে হবে। রাজ্য সেই সময় আরও সময় চাইতে পারে।

dearness allowance da

আরও পড়ুন: সংঘবদ্ধ হচ্ছে হিন্দুরাও! মোথাবাড়ি কাণ্ডে একদিনের জন্য ডিপি পরিবর্তন করে বিশেষ ইঙ্গিত শুভেন্দুর

এই নিয়েই মলয়বাবুর আশঙ্কা,’ সেই পদক্ষেপটা আদতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য হিতে বিপরীত হতে পারে।’ যদিও সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের পালটা দাবি, এত দিন ধরে তারা রাস্তায় লড়াই করছিলেন। আইনি লড়াইটা বাকি সংগঠনের উপরে ছেড়েছিলেন। কিন্তু তাতে কোনো আশানুরূপ ফল হচ্ছে না। আদালতের লড়াইয়ে হতাশা বাড়ছিল। তাই ডিএ মামলায় জয় পেতে তারা যুক্ত হয়েছেন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X