১৬ বার পিছিয়েছে শুনানি, DA মামলা নিয়ে ফের ‘খারাপ খবর’! হতাশ সরকারি কর্মীরা

Published On:

তারিখ পে তারিখ! ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ (Dearness Allowance) মামলার শুনানির কথা থাকলেও তার শুনানি হয়নি। এই নিয়ে মোট ১৬ বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে। ফের ডিএ মামলা কবে উঠতে পারে? সম্ভাব্য তারিখ ২৯ এপ্রিল শোনা যাচ্ছিল। তবে শুক্রবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে DA মামলার সম্ভাব্য শুনানির দিন দেওয়া হয়েছে।

ফের পিছিয়ে যাবে ডিএ মামলা? Dearness Allowance

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ৭ মে ডিএ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ চলতি মাসে আর ডিএ মামলা উঠছে না। মে তে পরবর্তী শুনানি। ফলত স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। এদিকে ডিএ মামলা ফের পিছিয়ে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে সরকারি কর্মীদের একাংশের মধ্যে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীর মধ্যেও দেখা গেল সেই আশঙ্কা। হতাশার সুরে তিনি বলেন, ফের সুপ্রিম কোর্টে DA মামলা পিছিয়ে গেল। রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা বাড়ল। প্রসঙ্গত, গত ২২ তারিখ ৫১ নম্বরে ডিএ মামলা উঠবে বলে জানা গিয়েছিল। হাই অন বোর্ড’-এ সেই মামলা উঠবে বলে জানা গিয়েছিল। তবে সব শেষে মিলল খালি হতাশা।

West Bengal State Government employees Dearness Allowance DA case Supreme Court

ভিডিও দেখুন: https://youtu.be/yQEg3zYeV1M?si=SFZddhIIRGuLu8rt

মঙ্গলবার ডিএ মামলাটি বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য ওঠার কথা ছিল। সেদিন শুনানি হয়নি। ২২ এপ্রিলও মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি হয়নি। এবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য সামনে এল। সব শঙ্কা রয়েইছে সরকারি কর্মীদের মনে।

State Government employees Dearness Allowance DA arrear case next hearing

আরও পড়ুন: ‘যারা আমার ধর্মের লোকদের.., খাস কলকাতায় মুসলিম রোগিনীকে ফিরিয়ে দিলেন ডাক্তার! কাশ্মীর হামলার আবহেই মারাত্মক অভিযোগ

পূর্বে সময়াভাবে বেশ অনেকবার ডিএ মামলার শুনানি হয়নি সর্বোচ্চ আদালতে। মঙ্গলবারও এই মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ সরকারি কর্মীরা। প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ নভেম্বর রাজ্য সরকারি কর্মচারীডের ডিএ মামলা প্রথম বার সুপ্রিম কোর্টে উঠেছিল। তারপর গত বছর ডিসেম্বরে মামলাটি শেষ বার শুনানির জন্য উঠেছিল।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X