DA মামলায় জোর ধাক্কা রাজ্যের! এখনই ২৫% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে মিলল কিছুটা স্বস্তি। ডিএ (Dearness Allowance) মামলার শুনানি এর আগে মোট ১৮ বার সুপ্রিম কোর্টে পিছিয়েছে। শুক্রবার মামলা শুনানির জনাব উঠতেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। এদিন রাজ্যকে সুপ্রিম কোর্ট বলে, ৫০ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দিয়ে দিন। রাজ্যের আপত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ এখনই দিয়ে দিতে হবে। বিরাট জয় সরকারি কর্মীদের।

এদিকে রাজ্যের হয়ে জোর সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তীব্র বিরোধিতা করে তিনি বলেন, এটা বিপুল অঙ্কের টাকা। এখনই বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দিতে হলে বিরাট সমস্যা হবে। রাজ্যের কোমর ভেঙে যাবে। সিংভির যুক্তি, মহার্ঘভাতা কোনও সাংবিধানিক অধিকার নয়। সুতরাং এখনই বকেয়া ডিএ-র ৫০ শতাংশ রাজ্যের পক্ষে মিটিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

এরপর আদালতের নির্দেশ, এখনই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে। বিচারপতি কারোল রাজ্যেকে বলেন, এরা আপনাদেরই কর্মী, ফলে অসুবিধার কোনও কারণ নেই। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ায় কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অগাস্ট মাসে পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন: চাকরি হারানোর যন্ত্রণার মাঝেই বেধড়ক মার! এবার শিক্ষকদের বিরুদ্ধেই মামলা দায়ের পুলিশের

শুনানিতে বিচারপতি করোল বলেন, ‘‘এই মামলার জন্য ট্রাইব্যুনাল কোর্ট, হাই কোর্টের ডিভিশন বেঞ্চ— সব জায়গার রায় খতিয়ে দেখা হয়েছে। সব ক্ষেত্রে ডিএ-র পক্ষেই রায় দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮ শতাংশ হারে ডিএ পান। ফেব্রুয়ারী মাসে বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/d-iyaf2OqE4?si=uQL68plRTWSevaJs

সেই সময় ১৪ শতাংশ থেকে বেড়ে ডিএ পৌঁছায় ১৮ শতাংশে। ১ এপ্রিল থেকে সেই বর্ধিত হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। অর্থাৎ তাদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের ডিএ-র ফারাক ৩৭ শতাংশ।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X