আড়াই বছর পর শুনানি! সুপ্রিম কোর্টে বকেয়া DA মামলায় বড় আপডেট! নববর্ষেই মিলবে সুখবর?

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী (Government Employees) ও রাজ্য সরকারের (Government of West Bengal) মধ্যে বহু বছর ধরে ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপড়েন চলছে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, বকেয়া ডিএ প্রদান সহ বেশ কিছু দাবিদাওয়া রয়েছে সরকারি কর্মীদের। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে আদালত অবধি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হল।

বকেয়া ডিএ (Dearness Allowance) মামলায় কী বলল সুপ্রিম কোর্ট?

বিগত কয়েক মাসে শীর্ষ আদালতে একাধিকবার পিছিয়েছে বকেয়া ডিএ মামলার শুনানি। ‘তারিখ পে তারিখ’ শেষে আজ নতুন বেঞ্চে এই মামলা উঠেছিল। আগে বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি হতো। তাঁর অবসরের পর এদিন বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, দীর্ঘ আড়াই বছর পর এদিন এই মামলার খানিকটা শুনানি হয়েছে। সুপ্রিম কোর্ট আপাতত জানিয়েছে, এপ্রিল মাসে ফের এই মামলা শোনা হবে। আগামী ১৫ এপ্রিল পয়লা বৈশাখ। তার এক সপ্তাহ পর, ২২ এপ্রিল বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ ঠিক করা হয়েছে।

আরও পড়ুনঃ সুকান্ত মজুমদার অতীত! বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হচ্ছেন? চূড়ান্ত হয়ে গেল নাম

ভাস্কর ঘোষের সঙ্গে থাকা আইনজীবী এদিন বলেন, আগামী ২২ এপ্রিল এই মামলার শুনানির দিনক্ষণ ধার্য করার আবেদন জানানো হয়েছিল। সেই আর্জি মঞ্জুর করেছে শীর্ষ আদালত। ফলে আগামী এপ্রিল মাসে ফের একবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Dearness Allowance

উল্লেখ্য, বাংলার রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকারের মধ্যে ডিএ (DA Arrear Case) নিয়ে টানাপড়েন আজকের নয়। কলকাতা হাইকোর্ট হয়ে এই জল সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে। হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই রায় দেওয়া হয়েছিল। এরপর সেই রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। বর্তমানে সেখানেই বিচারাধীন এই মামলা।

এদিকে সম্প্রতি রাজ্য বাজেটে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ৪% হারে ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে ১৮% হারে মহার্ঘ ভাতা পাবেন তাঁরা। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র-রাজ্য ডিএ-র ফারাক বিস্তর। ৪% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ৩৫% ডিএ-র ফারাক রয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর