বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাপ বেড়েছে রাজ্য সরকারের। রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) মহার্ঘ ভাতা মামলায় রাজ্যকে ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ দিতে মমতা সরকারকে। এবার প্রশ্ন হল কতদিন চাকরি করলে কী হিসাবে এই বকেয়া (Arrear) মিলবে?
সরকারি কর্মীদের জন্য বকেয়া ডিএ-র হিসেব | Dearness Allowance
এই বিষয়ে কনফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, যদি কোনও কর্মচারী ২০০৯ সালের ১ জুলাইয়ে চাকরিতে ছিলেন এবং ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করছিলেন, তাহলে তিনি বকেয়া ডিএ-র পুরো টাকাই পাবেন। যদি কোনো কর্মচারী ২০০৯ সালের ১ জুলাইয়ে চাকরিরত ছিলেন কিন্তু কয়েক বছর পরে তিনি অবসর নিয়েছেন, তাহলেও সেই পরিমাণ বেসিকের উপরে তিনি বকেয়া ডিএ পাবেন। ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যেদিন অবসর নিয়েছেন, সেই হিসেবে ততদিনের বকেয়া ডিএ মিলবে।
আর অবসরপ্রাপ্তদের ক্ষেত্র পেনশনের নিরিখে বকেয়া ডিএয়ের অর্থাৎ ডিয়ারনেস রিলিফের হিসাব করা হবে। কোনও কর্মচারী যেদিন অবসর গ্রহণ করেছেন, সেদিন থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সেই হিসেব করে বকেয়া দেওয়া হবে। কোনও কর্মচারী ২০০৯ সালের ১ জুলাইয়ের আগে অবসর নিয়ে থাকলেও বকেয়া পাবেন।
ভিডিও দেখুন: https://youtu.be/KNxRLWOGTZA?si=laMrmJi6XV5mm_vs
এই বিষয়ে কনফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, অবসরকালীন বেসিকের নিরিখে ২০০৯ সালের ১ জুলাইয়ে চাকরিরত ছিলেন এবং ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়ার হিসাব করে তা পাবেন অবসরপ্রাপ্তরা। প্রসঙ্গত, লক্ষ লক্ষ টাকা বকেয়া রয়েছে এ রাজ্যের সরকারি কর্মীদের।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত! ৪ মাস পর কেমন আছেন ‘ধর্ষক’ সঞ্জয়? জেলে কী কাজ করছেন?
রাজ্য সরকারি কর্মচারীদের প্রদত্ত হিসাব অনুযায়ী, গ্রুপ ‘এ’ কর্মচারীদের মাথাপিছু ৭-৮ লাখ টাকা বকেয়া ডিএ রয়েছে। গ্রুপ ‘বি’ কর্মীদের মাথাপিছু ৫ লাখ টাকা, এবং গ্রুপ ‘সি’ কর্মীদের মাথাপিছু ৩.৫- ৪ লাখ টাকার মতো বকেয়া রয়েছে। গ্রুপ ‘ডি’ কর্মীদের ক্ষেত্রে তার পরিমাণ ১.২৫- ২.৫ লাখ টাকা।