‘আপনারা বকেয়া DA–র অন্তত ৫০% রিলিজ় করুন’, রাজ্যকে যা বলল সুপ্রিম কোর্ট…, জয় মিলবে আজই?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) ইস্যুতে টালবাহানা অব্যাহত। এর আগে মোট ১৮ বার সুপ্রিম কোর্টে পিছিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলাটির (DA Case) শুনানি। বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা থাকলেও পূর্ণাঙ্গ শুনানি হয়নি। এরই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়ার অন্তত ৫০ শতাংশ টাকা মিটিয়ে দেওয়ার পরামর্শ দিল সর্বোচ্চ আদালত।

সুপ্রিম পরামর্শে চাপে রাজ্য | Dearness Allowance

বুধবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানির জন্য ওঠে। সেখানেই বিচারপতি করোলের পরামর্শ, ‘আপনারা বকেয়া ডিএ–র অন্তত ৫০ শতাংশ রিলিজ় করুন।’ এদিকে রাজ্য সরকার জানায়, ‘রাজ্য সরকারের উপরে বিরাট আর্থিক বোঝা থাকার পরেও কর্মীদের জন্য ডিএ রিলিজ় করা হয়েছে। তারপরেও রাজ্যের কর্মীরা সেন্ট্রাল পে কমিশনের সমতুল হারে ডিএ-র দাবি করে আসছেন।’

রাজ্য জানিয়ে দেয়, ‘সেন্ট্রাল পে কমিশনের সমান ডিএ দেওয়া সম্ভব নয়৷ রাজ্যের জন্য এটা বিরাট আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে।’ রাজ্যের যুক্তিতে বিচারপতি কারোল বলেন, ‘আপনারা একটা কাজ করুন৷ আরও বেশি করে ডিএ দিয়ে দিন৷’ যদিও আদালত কোনো লিখিত নির্দেশ দেননি এদিন।

উল্লেখ্য, বুধবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি অনুপস্থিত থাকায় তাঁর বদলে রাজ্যের হয়ে সওয়াল করেন অন্য আইনজীবী। বিচারপতিরা জানান, শুক্রবার ফের ডিএ (Dearness Allowance) মামলার শুনানির সম্ভাবনা রয়েছে শীর্ষ আদালতে।

আরও পড়ুন: ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগ, আবহাওয়ার খবর

প্রসঙ্গত, ২০২২ সালের ২০ মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া। উচ্চ আদালতের ডিএ (Dearness Allowance) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। যদিও তা খারিজ হয়ে যায়।

এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে ২০২৪ সাল। হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/d-iyaf2OqE4?si=uQL68plRTWSevaJs

গত ২০২২ সালের ২০ মে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। সেই প্রেক্ষিতেই মামলা শুরু হয়। তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলেও বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X