বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছর শুরু হলেও এখনও কোনো দাবিপূরণ হয়নি সরকারি কর্মীদের। বাড়ছে অপেক্ষা বাড়ছে ভোগান্তি। এই আবহে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) প্রদান সহ একগুচ্ছ দাবিতে আগামী ২৭ জানুয়ারি রাস্তায় নামতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের (West Bengal Government Employees) একটি অংশ।
বাজেটে ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে? Dearness Allowance
জানা যাচ্ছে প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল আর তারপর সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শহিদ মিনারের পাদদেশে মহাসমাবেশের
আয়োজন করা হয়েছে। আসন্ন কর্মসূচি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতার বঞ্চনার, সেটার সূত্রপাত আজ থেকে হয়নি। স্বাধীনতার পর থেকে কখনই এ রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষকরা কোনওদিনই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাননি।’
ভাস্করবাবু বলেন, ‘২০১৯ সাল থেকে বলতে গেলে মহার্ঘ ভাতা প্রায় শূন্য হয়ে গিয়েছে। ২০২৩ সালে আমরা লাগাতার লড়াই করে তিন কিস্তি আদায় করতে পেরেছি। যে কারণে তিন শতাংশ থেকে বেড়ে তা এখন ১৪ শতাংশে দাঁড়িয়েছে। কিন্তু বকেয়া আছে ৩৯ শতাংশ।’ ‘আমরা ঠিকমতো লড়াই করতে পারছি না বলে এখনও পর্যন্ত ২০২৫ সালে মহার্ঘ ভাতা বৃদ্ধির পরিমাণ শূন্য।’ বলেন ভাস্করবাবু।
তিনি যোগ করেন, ‘লড়াই ছাড়া উপায় নেই। লড়াইটা যদি দিতে পারেন, আগামী বাজেটে এই সমস্ত কিছু হয়ত জুটলেও জুটতে পারে।’ এখানে বলে রাখি, পরপর দু’বার আগের বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার। এবারেও কি তেমন কিছু হতে পারে? আশায় সরকারি কর্মীরা। উল্লেখ্য, বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪% হারে ডিএ (DA) পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা।
আরও পড়ুন: এবার কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল RBI, এই পদে হবে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
এদিকে গত বৃহস্পতিবারই সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ ৫৩%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার (Dearness Allowance) ফারাক দাঁড়িয়েছে ৩৯ শতাংশে। যা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন সরকারি কর্মীদের একাংশ।