বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাপে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য। আদালতের নির্দেশ রাজ্যকে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ’র (Dearness Allowance) ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। শীর্ষ আদালতের রায়ে খুশির হাওয়া সরকারি চাকরিজীবীদের মধ্যে। ব্যতিক্রম নয় বীরভূমের সরকারি চাকুরে ও পেনশনধারীরাও।
পুরো ডিএ না মিললে স্বস্তি নেই | Dearness Allowance
ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে মহার্ঘ ভাতার বৃদ্ধি নিয়ে খুশি রাজ্য সরকারি কর্মীরা। তবে, তাদের দাবি মতো পুরোটা মেলেনি। তাই আদালতের নির্দেশে কিছুটা স্বস্তি এলেও বাকি থাকা বকেয়া মহার্ঘ ভাতার জন্য লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছে বীরভূম জেলা কো-অর্ডিনেশন কমিটি।
এই নিয়ে জেলা কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক সৌমেন চট্টোপাধ্যায় বলেন, “আমাদের দাবি ছিল, সম্পূর্ণ বকেয়া ডিএ দেওয়া হোক। রাজ্যের আইনজীবীরা সুপ্রিম কোর্টে জানিয়েছেন, পুরো টাকা দিতে গেলে রাজ্য দেউলিয়া হয়ে যাবে তাই আদালত বকেয়া ভাতার ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছে। এই রায়ে সাধারণ সরকারি কর্মচারীদের অবশ্যই সুবিধা হবে। ” তবে এখনও নিজেদের মূল দাবিতে তারা অনড় বলে জানান।
আরও পড়ুন: চাকরিহারাদের আন্দোলনকে ‘নাটক’ বলে কটাক্ষ! ফিরহাদ বললেন, ‘টিভিতে মুখ দেখাতে এসব করছে’
সৌমেনবাবুর কথায়, যতক্ষণ না কেন্দ্র ও রাজ্যের মধ্যে মহার্ঘভাতার ফারাক মিটবে, ততক্ষন এই আন্দোলন জারি থাকবে। প্রসঙ্গত, ২০২২ সাল থেকে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীদের একটা অংশ। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন।
ভিডিও দেখুন: https://youtu.be/_8aCm1GgEYU?si=28ywRwbolEk3MxS3
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫% হারে ডিএ পাচ্ছেন। সেখানে এ রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ মাত্র ১৮ শতাংশ। রাজ্য ও কেন্দ্রের মধ্যে মহার্ঘ ভাতার ফারাকের পরিমাণ ৩৭ শতাংশ। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর হলে সেই ফারাক কমে হবে ২৭.৭৫ শতাংশ।