ভোটের মধ্যেই বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা, মাথায় বাজ মমতা সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট (Loksabha Vote)। রাত পোহালেই দেশ জুড়ে শুরু গণতন্ত্রের উৎসব। ভোট ছাড়াও রাজ্য এখন বহু ইস্যুতে সরগরম। নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, ডিএ আন্দোলন থেকে শুরু করে সন্দেশখালি মামলা। বহুদিন ধরে মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় হারে চাই ডিএ (DA)। এই নিয়েই চলছে লাগাতার বিক্ষোভ। এই আবহে শোনা যাচ্ছে, লোকসভা ভোটের মধ্যে মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে আন্দোলন আরও তীব্র হতে চলেছে।

১৯ তারিখ অর্থাৎ গতকাল শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে প্রথম দফার নির্বাচন। ভোটের ফলাফল ৪ জুন। আর এই সময়ের মধ্যেই মিছিলের ডাক দিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এখানেই শেষ নয়, লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই নবান্ন অভিযানের ডাকও দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন।

বুধবার শহিদ মিনারে চাকরিপ্রার্থীদের মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছিল। বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, লোকসভা ভোটের মাঝেই তারা আরও জোরদার আন্দোলনের পথে হাঁটতে চলেছেন। আগামী ৩ মে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে। যা হাজরা মোড় থেকে শুরু হয়ে হরিশ মুখার্জি স্ট্রিট হয়ে হাজরা মোড়ে শেষ হবে।

ভাস্করবাবু আরও জানান, লোকসভা ভোটের মাঝেই জেলায়-জেলায় স্ট্রিট কর্নারের আয়োজন করা হবে। রাজ্যে হওয়া দুর্নীতি সহ একাধিক বিষয় তুলে প্রতিবাদ জানানো হবে। এরপর ফলপ্রকাশের পর আগামী ১৩ জুন নবান্ন অভিযানেরও ডাক দেওয়া হয়েছে। চলবে অবস্থান বিক্ষোভও। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারী মাসে রাজ্য বাজেট পেশ করে ফের একবার ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার।

mamata da c

আরও পড়ুন: ‘উত্তম মধ্যম দিন’! ভোটের মুখে বেফাঁস BJP-র অভিজিৎ, প্রাক্তন বিচারপতির মন্তব্যে তোলপাড়

এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীরা ১০ % করে ডিএ পেতেন। তবে আগামী মাস থেকে অর্থাৎ মে থেকে ৪% বর্ধিত হারে ১৪% করে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। সোমবার কোচবিহারে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, মে মাস থেকে সরকারি কর্মীরা আরও চার শতাংশ ডিএ পাবেন। মে মাস থেকে ১৪ শতাংশ হারে ডিএ দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর