বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মুখেই বড় সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। দুর্গাপুজোর আগেই ডবল ধামাকা। নিজের কর্মচারীদের পারিশ্রমিক (Salary/ Wages) বাড়াল রাজ্য (State Government)। কাদের বেতন বাড়ল? কত টাকা বাড়াল পশ্চিমবঙ্গ সরকার? (Government Of West Bengal) জেনে নিন বিস্তারিত।
জানিয়ে রাখি, পুজোর আগে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মচারীদের বেতন বা পারিশ্রমিক বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি বাড়ানো হচ্ছে বার্ষিক বেতনও। বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন এক ধাক্কায় ১,৬২০ টাকা বাড়ানো হল। আগে এই কর্মীরা মাসে ১৪,৩৮০ টাকা পারিশ্রমিক পেতেন। পুজোর মাস থেকে তার পরিমাণ বেড়ে হল ১৬,০০০ টাকা।
মাসে ১, ৬২০ টাকা অর্থাৎ বছরে এবার থেকে ১৯,৪৪০ টাকা করে বেশি পাবেন ডেটা এন্ট্রি অপারেটররা। সেই সঙ্গে এসেছে আরও সুখবর। আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাংলা সহায়তা কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটরদের বার্ষিক বেতনও বৃদ্ধি করবে রাজ্য (Government Of West Bengal)। শোনা যাচ্ছে, তিন শতাংশ বেতন বৃদ্ধি করা হবে। যা কার্যকর হবে ২০২৫ সালের জুলাই থেকে।
আরও পড়ুন: ফের ভারী বৃষ্টি? নাকি ঝলমলে রোদ? আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? ওয়েদার আপডেট
তবে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ নিয়ে কোনো সুখবর আসেনি। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। বিগত বহু মাস থেকেই কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবি করে আসছেন বাংলার সরকারি কর্মীরা। তবে সুরাহা হয়নি। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। কবে সেই মামলার জট খুলবে তা জানা নেই কারও।