জনপ্রিয় এই পরীক্ষায় কমানো হচ্ছে ছাতির মাপ! যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকারের

বাংলাহান্ট ডেস্ক : ফরেস্ট গার্ড (Forest Guard) নিয়োগের (Recruitment) ক্ষেত্রে এবার আমূল পরিবর্তন রাজ্য সরকারের (State Government)। এদিন মন্ত্রিসভার বৈঠকে ফরেস্ট গার্ডের ১৬০০ পদে এবং হেড ফরেস্ট গার্ডের ১৯২টি পদে নিয়োগের ক্ষেত্রে মিলেছে অনুমোদন। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা বনরক্ষীদের নিয়োগ করা হতো এতদিন। তবে এবার থেকে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে এই নিয়োগ।

বনরক্ষী নিয়োগের ক্ষেত্রে এই বিরাট পরিবর্তন আনা হলো ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রিক্রুটমেন্ট অব ফরেস্ট গার্ড অ্যান্ড হেড ফরেস্ট গার্ড রুলস ২০২৪ অনুযায়ী।প্রসঙ্গত, ফরেস্ট গার্ড নিয়োগের ক্ষেত্রে পরিবর্তনের রুল পাস করা হলো বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। তার পাশাপাশি বনরক্ষী নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের উচ্চতা ও ছাতির মাপে ছাড় দেওয়া নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে সর্বভারতীয় ক্ষেত্রে পুরুষ আবেদনকারীদের ক্ষেত্রে ছাতির মাপ ৮৪ সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে ৭৯ সেন্টিমিটার ধার্য করা ছিল। 

আরোও পড়ুন : চিনের ভয়ে বিপাকে ভারত-বাংলাদেশ রেল ট্রানজিট সমঝোতা চুক্তি! বাতিল করার জন্য পাঠানো হল নোটিশ

কিন্তু এবার পুরুষ এবং মহিলা উভয়দের জন্যই ৫ সেন্টিমিটার করে ছাড় দেওয়া হয়েছে। বনরক্ষী নিয়োগে উচ্চতার ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন। উত্তরবঙ্গের রাজবংশী, গোর্খা ও গোটা রাজ্যের ক্ষেত্রে তফসিলি উপজাতির চাকরিপ্রার্থীদের জন্য উচ্চতার মাপ ১৫২ সেন্টিমিটার ধার্য করা ছিল। এবারের মন্ত্রিসভার বৈঠকে সেই মাপ কমিয়ে এনে ১৫২ সেন্টিমিটার করা হলো। এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা।

Large Image Forest Guard

প্রসঙ্গত, জলদাপাড়ার হলং বনবাংলো দিন করে কাগেই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা গিয়েছে যে, দীর্ঘদিন ধরে এই নিয়োগ বন্ধ থাকার ছিল। হলং বন বাংলোতে বিধ্বংসী অগ্নি কাণ্ডের ঘটনার পর প্রশাসনিক আধিকারিকদের অনেকেই মনে করছেন, বনদপ্তরের অধীনে সরকারি বাংলোগুলির কথা বিবেচনা করে বনরক্ষী নিয়োগ করা প্রয়োজন। তারই মাঝে রাজ্য সরকারের বড় পদক্ষেপ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর